Human Trafficking in Tripura

রাজ্যে একের পর এক অপরাধ মূলক কাজের উপর থেকে পর্দা হঠাতে তৎপর হচ্ছে ত্রিপুরা প্রশাসন। একদিকে নেশা বিরোধী অভিযানে লাগাম টানতে নিরন্তন প্রয়াস জারি রেখেছে পুলিশ। অন্যদিকে মানব পাচারের মতো চুরান্ত অপরাধ মূলক ঘটনার সাথে জড়িত দের কেও একে একে জব্দ করতে জ্বাল বিস্তার করছেন তারা।
উল্লেখ্য, বিগত কয়েক বছরে ত্রিপুরা কে করিডোর করে বাংলাদেশ থেকে একাধিক মানব পাচার কারীরা ত্রিপুরার কিছু অসৎ লোকের সাথে হাত মিলিয়ে দেশের বিভিন্ন জায়গায় মানব পাচার করছে। মানব পাচার কাণ্ডে লিপ্ত বেশ কিছু চক্র ত্রিপুরাতে একটিভ হয়ে কাজ করছে। আর তাদের ধরপাকড় করতেই একে একে জ্বাল বিস্তার করা হচ্ছে।
এর আগেও একাধিক বার মানব পাচার কাণ্ডের সাথে জড়িত ভারতীয় এবং বাংলাদেশী নাগরিক দের আটক করেছে ত্রিপুরা পুলিশ। এবার মানব পাচার কাণ্ডে অভিযুক্ত আরও এক জন কে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, মানব পাচারের একটি দীর্ঘ পুরনো মামলায় অভিযুক্ত ছিল দক্ষিন ত্রিপুরার বিলোনিয়া মহকুমার জুটন দত্ত। আজ ১৬ই জুন রবিবার কাকভোরে আগরতলা জি আর পি থানার পুলিশ তথা রেল পুলিশ এর হাতে ধরা পড়েছে জুটন দত্ত। নতুন মতাই বাজার থেকে এই ভারতীয় মানব পাচার কারীকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে আগরতলা জি আর পি থানায় মামলা ছিল। যার নম্বর ১০৯/২০২৩। তাকে এর আগেও গত ০৮/১১/২০২৩ ইং এন আই এ সংস্থা, গৌহাটি ব্রাঞ্চ গ্রেপ্তার করেছিল ঠিক একই রকম অপরাদের জন্য। তার বাড়ি বিলোনিয়া থানার অন্তর্গত মতাই স্কুলের সঙ্গে বলে জানা যায়।
তাঁকে আজ আদালতে প্রেরন করা হবে বলে জানা যায়।
ত্রিপুরা রাজ্য কে করিডোর করে মানব পাচারের যে ক্রাইম চলছে তাতে করে রাজ্যের ও নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নের মুখে। এধরণের রেকেট যারা পরিচালনা করছে তাদের মূল চক্র কে সমূলে উৎখাত করতে না পারলে আগামী দিনে বড় ধরণের সমস্যা সৃষ্টি হতে পারে বলেই শুভ বুদ্ধি সম্পন্ন মহলের ধারণা।

Leave A Reply