Gruesome double murder

লোমহর্ষক জোড়া খুনের আসামী সমরজিৎ এর

ফাঁসির দাবীতে কোর্ট চত্বরে মৃতার পরিবার

ত্রিপুরা এখন মৃত্যু পুরী। বলতে দ্বিধা নেই, বিগত এক বছরে বহু খুন কাণ্ডে আতঙ্কিত হয়ে পড়েছে এ রাজ্যের শান্তি প্রিয় মানুষ। লোমহর্ষক আরও এক খুন কাণ্ডে রাজ্য বাসীর চোখের ঘুম উড়ে যায় সাত সকালেই। দুর্গা পুজোর একেবারে শেষ লগ্নে ভোর রাতে মা মেয়ে কে দ্যা দিয়ে কুপিয়ে হত্যা করার ঘটনা সামনে আসে। ঘটনা ঘটে আমতলী থানাধীন ওএনজিসি নেতাজী নগর এলাকায়।
ঘটনার বিবরণে জানা যায় হাপানিয়া ONGC নেতাজি নগর এলাকার প্রথম গেটের উল্টোদিকে সমরজিৎ চৌধুরীর শশুর বাড়ি তথা তার স্ত্রী তনুশ্রী আচার্যের বাপের বাড়ি। সেখানে গিয়েই ১৩ই অক্টোবর সমরজিৎ চৌধুরী দা দিয়ে কুপিয়ে মা মেয়েকে হত্যা করে ।
ঘটনা ঘটে এদিন আনুমানিক ভোর চারটার সময় । নিহত স্ত্রী তনুশ্রী আচার্জি ও তার মা সোমা আচার্জী পূজা দেখে বাড়ি ফেরা পরই সমরজিৎ চৌধুরী, তার স্ত্রী তনুশ্রী আচার্জির উপর আক্রমণ চালায় দা নিয়ে । তখন তার শাশুড়ি তার মেয়েকে বাঁচাতে আসলে তাকেও গলাতে আঘাত করে সে।
ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় । এরপর এদিন রাতেই মধুপুর এলাকা থেকে স্বামী সমরজিৎকে আটক করে আমতলী থানার পুলিশ।
ও এন জি সি স্থিত নেতাজী নগরের স্ত্রী ও শাশুড়ী জোড়া খুনের ঘটনার অভিযুক্ত সমরজিৎ চৌধুরী কে পরদিন আদালতে তোলা হয় । আদালত অভিযুক্ত সমরজিৎ চৌধুরীকে ১২ দিনের জল হেফাজতের নির্দেশ দেয়। মামলার দায়িত্বে থাকেন সরকার পক্ষের আইনজীবী (এপিপি) দিলীপ দেবনাথ।

এর পর গতকাল ১০ই নভেম্বর ম্যাজিস্ট্রেটের সামনে ঘটনা স্থলে গিয়ে কিভাবে খুন করে সে তার স্ত্রী ও শ্বাশুরি কে সেই ঘটনা আবারো অভিনয় করে দেখায়। তাকে সম্মুখে দেখেই এক প্রকার ক্ষোভে ফুঁসতে থাকে স্থানীয়রা। অতঃপর আজ নিহত তনুশ্রি চৌধুরী ও সমা আচার্যীর পরিবারের লোক ও নেতাজী নগর এলাকাবাসী সম্মিলিত ভাবে কোর্ট চত্বরে গিয়ে আসামী সমরজিতের ফাঁসির দাবী জানান।
উপস্থিত ছিলেন তনুশ্রীর দিদা তথা সোমা আচার্যীর মা এবং অপর মেয়ে সহ এলাকার অন্যরা। তাদের একটাই আর্জি , মহামান্য বিচারপতি যেন সমরজিৎ কে ফাঁসির সাজা দেয়। দেখার বিষয় হচ্ছে গোটা ঘটনা পর্যবেক্ষণ করে মাননীয় বিচারপতি এহেন জঘন্যতম অপরাধ এর দায়ে সমরজিৎ এর মতো বিকৃত মস্তিষ্কের এই অপরাধী কে কি সাজা শোনায়।

Leave A Reply