GRP police grabs weed paddler
এক যোগে আটক গাঁজা পাচার কারী ও অবৈধ অনুপ্রবেশকারী
রেল পুলিশের গোয়েন্দা বিভাগের সূত্রের ভিত্তিতে এখনো পর্যন্ত অগণিত বাংলাদেশী অবৈধ অনুপ্রবেশকারী জ্বালে ধরা পড়েছে। কিন্তু এদের দৌরাত্ম্য এতটাই যে বারংবার অবৈধ উপায় খুঁজে স্থানীয় কিছু টাউট দের ভরসায় এরা পাড়ি দিচ্ছে ত্রিপুয়ায়। তবে আগরতলা রেল পুলিশ ও হাল ছাড়ার নয়। একের পর এক বাংলাদেশী অনুপ্রবেশ কারী কে ধরপাকড় করছে রেল পুলিশ। ততসঙ্গে বহু গাঁজা পাচারকারী ও নেশা কারবারি কে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। ইদানিং রেল স্টেশন চত্বর থেকে ৬ জন প্যান্ট্রি বয় কে গাঁজা পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এবার আরও একবার এই অভিযানে সাফল্য পেয়েছে পুলিশ।
রেল পুলিশের হাতে একযোগে আটক গাঁজা পাচারকারী ও বাংলাদেশী অবৈধ অনুপ্রবেশকারী। আজ আগরতলা জিআরপি থানার পুলিশ একজনকে গ্রেফতার করেছে।তার কাছ থেকে ১২ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে রেল পুলিশ। তার পাশপাশি জিআরপি থানার পুলিশ দুজন বাংলাদেশিকে গ্রেফতার করেছে। তাদেরকে বৃহস্পতিবার আদালতে তোলা হয়। জি আর পি থানার ওসি তাপস দাস আরও বিস্তারিত জানিয়ে বলেন আটক কৃত বাংলাদেশীদের মধ্যে একজনের নাম আফজল শেখ, অন্যজন উনার স্ত্রী । কলকাতা যাওয়ার উদ্দেশ্যেই নাকি তারা বর্ডারের কাঁটা তারের বেরা পাড় করে এপারে আসে। অন্যদিকে গাঁজা পাচার কাণ্ডে ধৃত জুবকের নাম রাহুল দাস বলে জানা গেছে।