Fire damages entire house in Khowai Madhya Ganki

বিধ্বংসী অগ্নিকাণ্ড চোখের পলকেই কত কত ইমারত পুড়িয়ে দিয়েছে। কত মানুষ নিঃস্ব হয়েছেন। হারিয়েছেন সব কিছু। আমাদের রাজ্যেও এধরণের অগ্নি সংযোগের ঘটনা আজ নতুন নয়। কিছু অগ্নি কাণ্ড মনুষ্য সৃষ্ট হলেও বেশিরভাগ টাই হয় অনাকাঙ্ক্ষিত ভাবে এবং ইলেকট্রিক শর্ট সার্কিট এর কারণে। একই কারণ বশত বুধাবার দিন দুপুরে পুরে ছাই হয়ে গেল এক বসত বাড়ি।
জানা যায়, খোয়াই মহকুমাধীন মধ্য গনকি গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ড এর বাসিন্দা সুধাংশু দেবনাথের বাড়িতে বুধবার বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নি সংযোগ হয়। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। বসত ঘরে আগুন লেগে যাওয়ার দৃশ্য পরিবারের অন্যদের চোখে পরতেই খবর পাঠানো হয় সুধাংশু দেবনাথ কে। উনি ছুটে এসে দেখতে পান উনার বসত ঘরের বেশিরভাগ টাই গ্রাস করে নিয়েছে আগুন। তারপর তড়িঘড়ি খবর পাঠানো হয় দমকল বাহিনীকে। দমকল কর্মীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেন। তবুও রক্ষা করা যায়নি বসত ঘরটি।
তিনি জানিয়েছেন এই বসত ঘর বাবদ উনার প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Leave A Reply