East Tripura parliamentary election
দেশের ১৩টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল মিলে মোট ৮৯টি আসনে ২য় দফার লোকসভা নির্বাচন সম্পন্ন হবার কথা ছিল। তার মধ্যে মধ্যপ্রদেশের একটি আসনের প্রার্থীর প্রয়াণে ঐ কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। তাই শেষ মেশ ৮৮ টি আসনে সাঙ্গ হয়েছে ২য় দফার ভোট।
তার মধ্যেই একটি ছিল উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের পূর্ব আসন। ত্রিপুরার দুটি আসনের মধ্যে পশ্চিম আসনে গত ১৯শে এপ্রিল ভোট হয়েছিল। সেক্ষেত্রে বিরোধী শিবিরের পক্ষ থেকে চরম অসন্তুষ্টি প্রকাশ করে পুনঃ ভোটের আর্জি জানানো হয়। ছাপ্পা ভোট , পোলিং এজেন্ট এর উপর আক্রমণ সহ একাধিক অভিযোগ তোলা হয়েছিল বিরোধী শিবির এর পক্ষ থেকে। সেই নিরিখে পূর্ব আসনের ভোট সুষ্ঠু ভাবে হবে কি না সেই নিয়ে একটা আশঙ্কা বোধ ছিল অনেকের মধ্যেই। তবে আজ ২৬শে এপ্রিল ভোট সাঙ্গ হবার পর সেই আশঙ্কা কেটেছে। সার্বিক দিক থেকে সুষ্ঠু ভাবেই সম্পন্ন হয়েছে পূর্ব ত্রিপুরা আসনের ভোট।
কিছু কিছু জায়গায় সামান্য বিক্ষিপ্ত ঘটনা যদিও ঘটেছে। গত কাল রাতেও বহু ভোটার কে ভোট না দেবার জন্যে হুমকি ধমকি ও দেওয়া হয়েছে বলে তথ্য উঠে এসেছে। এমনকি একাধিক বিরোধী সমর্থিত ভোটারের বাড়িতে গতকাল রাতে আক্রমণ ও চালানো হয়েছে। তবুও সমস্ত বাঁধা বিপত্তি উপেক্ষা করে নির্বিঘ্নে একটা ভালো সংখ্যক ভোটার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন এদিন এমনটাই দিন শেষে খবর পাওয়া গেছে। বেলা ১১ টা পর্যন্ত পূর্ব ত্রিপুরায় ভোটের পরিমাণ ছিল ৩৬.৭৯% এবং দিন শেষে বিকেল ৫ টায় মোট ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রায় ৭৬.২% ভোটার।
পশ্চিম আসনে ছাপ্পা ভোটের অভিযোগ ছিল। সেক্ষেত্রে ভোটের পরিমান ও ছিল ৮০% এর বেশি। কিন্তু তথ্য যা বলছে তাতে পূর্ব ত্রিপুরা আসনে ছাপ্পা ভোট এর কোনো অভিযোগ এখনো পর্যন্ত উঠে আসে নি।
অন্যদিকে পূর্ব আসনের অন্তর্গত ধলাই জেলার গঙ্গানগর আরডি ব্লকের অন্তর্গত সদাই মোহন পাড়ার ৫ গ্রামের ১০৫৯ ভোটার ভোট বয়কট করেছেন এদিন। রাস্তা, পানীয় , বিদ্যুৎ ইত্যাদি সমস্যা নিরসনের মিথ্যে আশা দিয়ে গেছেন সরকারি আধিকারিক । এই অভিযোগে এদিন ক্ষুব্ধ জনতা ভোট দেওয়া থেকে বিরত থেকেছেন। এছাড়া কিছু কিছু জায়গায় ভোটারদের ভোট দানে বাঁধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ এসেছে। তবে বিশেষ কোনো বড় ধরনের ভোট সন্ত্রাস ঘটার খবর নেই। সার্বিক দিক থেকে পূর্ব ত্রিপুরা আসনের ভোট গ্রহন পর্ব অনেকটাই ভালো ভাবে সম্পন্ন হয়েছে বলেই দাবী করেছেন বিরোধী ইন্ডিয়া মঞ্চ সমর্থিত প্রার্থী রাজেন্দ্র রিয়াং ও।