Durga puja in Bangladesh 2024
বাংলাদেশে দুর্গা পুজো করতে হলে দিতে হবে ৫ লক্ষ টাকা, আইনের সাহায্য নিলে প্রাণে মারার হুমকি
পুজো করতে হলে দিতে হবে ৫ লক্ষ টাকা। বাংলাদেশের খুলনা থেকে উঠে আসছে দুর্গা পুজো কে ঘিরে বড় আপডেট। সম্প্রতি বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা ও বিবাদের জেরে হিন্দুদের সর্ব শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো যেন রীতিমতো বন্ধই হতে চলছিল। এরই মাঝে দুর্গা পুজো কে ঘিরে এবার আরও বড় এবং চাঞ্চল্য কর তথ্য আসছে প্রকাশ্যে।
“এই মুহূর্তে” নামক একটি সংবাদ পোর্টালে প্রকাশিত খবর অনুযায়ী এবছর বাংলাদেশের বেশ কিছু জায়গায় দুর্গা পুজো আয়োজক দের উদ্দেশ্যে একটি বার্তা প্রেরিত হয়েছে যাতে পুজো বাবদ দিতে হবে ৫ লক্ষ টাকার চাঁদা। তা নাহলে পুজো করতে দেওয়া হবে না কোনো ক্লাব কে। এছাড়া যদি এই বিষয়ে কোনো সংবাদ মাধ্যম বা প্রশাসনের কাছে খবর পাঠানো হয় তবে “কচুকাটা” করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে। আর এই সমস্ত কিছু লিখিত আকারে একটি উরো চিঠি মারফৎ পাঠানো হয়েছে খুলনা জেলার হিন্দু অধ্যুষিত এলাকা গুলিতে।
উল্লেখ্য ঐ এলাকা গুলিতে প্রতি বছর বেশ ধুমধাম করে হিন্দু সম্প্রদায়ের ভক্তপ্রান মানুষেরা দুর্গা পুজোর আয়োজন করে থাকেন। কিন্তু এবার এই উরো চিঠি মারফৎ প্রেরিত সতর্ক বার্তা পাওয়ার পর থেকে ভয়ে কেপে উঠেছেন পুজো উদ্যোক্তারা। কে বা কারা এই চিঠি পাঠিয়েছে তার কোনো নাম নিশানা না থাকলেও বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অনুধাবন করে সহজেই বলা যায় যে হিন্দু বিরোধী একাংশ স্বার্থান্বেষী মৌলবাদীরাই এধরণের অপকর্মের সাথে যুক্ত থাকতে পারে।
বলা বাহুল্য , মোঃ ইউনুস এর সিদ্ধান্ত কে ব্রিদ্ধাঙ্গুল দেখিয়ে বাংলাদেশ শাসন করছে প্রকৃত অর্থে মৌলবাদী রাই। ধর্মীয় বিভেদ কে কাটাতে ইউনুস এর সমস্ত চেষ্টা আখেরে শূন্যে এসে দাঁড়াচ্ছে।
ওদিকে এই তোলাবাজির খবর নিয়ে সেখানকার ধর্ম উপদেষ্টা তথা বিশিষ্ট মৌলবাদী নেতা আখম ফালিদ হোসেন কে প্রশ্ন করলেও তার এই নিয়ে কোনো প্রতিক্রিয়া নেই।
তবে বাংলাদেশে হাসিনা সরকার পতনের পর থেকে হিন্দু খেদাও , হিন্দু ভাগাও যে কর্মযজ্ঞ সেখানকার মৌলবাদী , জামাত, বিএনপিরা হাতে নিয়েছে তার কিন্তু বাস্তবায়নের সম্পূর্ণ চেষ্টা বহাল থাকছে। যাতে করে এই বছর দুর্গা পুজো তে একটা বিশাল রকমের ভাঁটা পড়তে চলেছে বাংলাদেশে। তাছাড়া প্রতি বছরই বাংলাদেশে দুর্গা পুজো কে ঘিরে একটা না একটা বিশৃঙ্খলতা দেখা দেয়। এ বছর কি সেটা আরও ভয়াবহ রূপ নেবে ? নাকি মোঃ ইউনুস নিজের ক্ষমতা খাটিয়ে বাস্তব অর্থেই সংখ্যালঘু মানুষ দের এবং তাদের ধর্মের মান রক্ষার্থে কোনো নেতিবাচক পদক্ষেপ নেন , সেটাই দেখার বিষয় ।