Dharmanagar 35 yrs old missing

২২ দিন ধরে নিখোঁজ যুবক, ছেলের খোঁজে দিক বিদিক ছুটে বেড়াচ্ছেন জন্মদাত্রী মা

৩৫ বছর বয়েসী এক যুবক প্রায় ২২ দিন থেকে নিখোঁজ । ঘটনা ধর্মনগর পূর্ব চন্দ্রপুর এলাকায় ।জানা যায়, ২০২৪ সালের ১০ ডিসেম্বর দুপুর একটা নাগাদ ধর্মনগর পূর্ব চন্দ্রপুর এলাকার বাসিন্দা সূর্যমুখী সিনহার ছেলে সত্যজিৎ সিনহা বাড়ি থেকে বেরিয়ে যায় । এরপর থেকে সত্যজিৎ সিনহা র সাথে তার মা সূর্যমুখী সিনহা যোগাযোগ করার চেষ্টা করে বহুবার। কিন্তু কোন যোগাযোগ হচ্ছিল না তাদের। পরবর্তী সময়ে ওই দিন অর্থাৎ ১০ ডিসেম্বর রাতেই ধর্মনগর থানায় আসে সত্যজিৎ সিনার বড় ভাই । তখন ধর্মনগর থানা থেকে বলে দেওয়া হয় যে ও প্রাপ্তবয়স্ক ব্যক্তি। যাও দেখো কোন বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজনের বাড়িতে গেছে কিনা। সত্যজিৎ এর পরিবারের লোক অর্থাৎ বৃদ্ধ মা সূর্যমুখী সিনহা সত্যজিৎ এর বন্ধুবান্ধব থেকে শুরু করে আত্মীয় পরিজনের বাড়ি খোঁজাখুঁজি করলে ও কোন খবর না পাওয়াতে আজ অর্থাৎ পহেলা জানুয়ারি ধর্মনগর থানায় লিখিত আকারে অভিযোগ দায়ের করেন । অসহায় মা সাংবাদিকদের ক্যামেরার সামনে গোটা বিষয় তুলে ধরেন এদিন । এদিকে ছেলের সন্ধান পাওয়ার জন্য ধর্মনগর থানা এসপি অফিস থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিদের বাড়ি ঘুরে বেড়াচ্ছেন অসহায় মা। এখন দেখার বিষয় অসহায় বৃদ্ধ মা তার ৩৫ বয়েসী বছরের ছেলেকে খুজে পায় কিনা। এদিকে আচমকা ৫ বছর বয়সি যুবকের নিখোঁজের ঘটনায় এক প্রকার আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।

Leave A Reply