Delhi excessive pollution

দূষণের জেরে দিল্লীর ৫০ শতাংশ সরকারি কর্মী গৃহবন্দী, জারি হল নতুন বিধি

দিল্লীতে মাত্রা ছারিয়েছে দূষণ। বায়ুর গুনমান সূচক ছাড়িয়ে গেছে ৫০০ এর মাত্রা। নিদ্রাহীন হয়ে পড়েছেন দিল্লীর প্রশাসন।
এই মরশুমেই সাধারণত দিল্লীতে এমন পরিস্থিতি দেখা যায়। দূষণের মাত্রা বৃদ্ধি হলেও এবছর তা অন্যন্য বছরের তুলনায় অনেক গুন বেশি। সে জন্যে এই অবস্থায় দিল্লীর সরকার নিয়েছেন জরুরী সিদ্ধান্ত।
ঘরে থেকেই দিল্লীর সরকারি কর্ম জীবীদের ৫০ শতাংশ লোক কে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত দিল্লীর প্রতিটি সরকারি দফতরের ৫০ শতাংশ কর্মী কাজ করবেন ঘরে বসেই। যেতে হবে না অফিসে।
বুধবার দিল্লীর পরিবেশ মন্ত্রী নির্দেশ দিয়েছেন, দূষণ কমাতেই নাকি দিল্লীর ৫০ শতাংশ কর্মীদের ঘরে বসে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। দুপুর ১ টায় এই নির্দেশ কার্যকরী করার কথা জানিয়ে এক বৈঠক ডাকা হয়েছে।
দিল্লীর এই পরিস্থিতি নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে এম জনতা থেকে শুরু করে পরিবেশ মন্ত্রী গোপাল রাই এর । কৃত্রিম বৃষ্টির অনুমতি চেয়ে কেন্দ্রের পরিবেশ মন্ত্রক কে চিঠি ও লেখা হয়। কিন্তু সাড়া পাওয়া যায়নি। তাই সরকারি কেন্দ্র সরকারের হস্তক্ষেপের দাবী জানিয়েছেন গোপাল রাই।
এই পরিস্থিতি তে শুধু মাত্র চাকুরী জীবী নয়, স্কুল কলেজে পড়ুয়াদের জন্যে ও নির্দেশিকা জারি হয়েছে। স্কুল ও কলেজ এবং বিশ্ব বিদ্যালয়ের পঠন পাঠন ও চলছে অনলাইন প্রক্রিয়ায়। ঠিক যেন করোনা কালীন পরিস্থিতি। সেই ঘর বন্দী, কোণঠাসা অবস্থাই আবার যেন ধরা দিল দিল্লীর বুকে।
তবে মঙ্গল বারের তুলনায় বুধবারে দিল্লীর বাতাসের গুনমান সুচক ৫০০ থেকে নেমে এসেছে ৪২২ এ। এই অবস্থা আরও স্থিতিশীল হবার আশা রাখছেন দিল্লী সরকার।

Leave A Reply