. CPIM state conference: ভানু ঘোষ স্মৃতি ভবনে সম্পন্ন হল সিপিআইএম এর ২৪ তম রাজ্য সন্মেলন

CPIM state conference

ভানু ঘোষ স্মৃতি ভবনে সম্পন্ন হল সিপিআইএম এর ২৪ তম রাজ্য সন্মেলন

ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্কসবাদী সদর মহকুমার ২৪ তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হলো ভানু ঘোষ স্মৃতি ভবনে। উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, সিপিএম নেতা পবিত্র কর, সিপিএম নেতা মানিক দে সহ অন্যান্য সিপিএম নেতৃত্বরা। ২৪ এবং ২৫শে নভেম্বর এই রাজ্য সন্মেলন হচ্ছে। আজ প্রথম পর্যায়ের সন্মেলনে উপস্থিত বামপন্থীদের সংখ্যা ছিল প্রচুর। রাজ্য ও মহকুমা কমিটির সকলেই উক্ত রাজ্য সন্মেলনে উপস্থিত ছিলেন।
রাজ্যে বামফ্রন্ট ২০১৮ সালের পর অনেকটা মুড়ছে যাবার পর্যায়ে চলে গেছিলো। ২০২৩ এর নির্বাচনের প্রাক মুহূর্তে কংগ্রেসের সাথে জোট করে ভোটে লড়াই করেও তেমন একটা ভালো ফলাফল করা সম্ভব হল না। কিন্তু বামেদের আজো দাবী , মুছে যাননি তারা। ক্রমশই সময়ের সাথে সাথে যেন দ্বিগুণ শক্তি সঞ্চয় করে ময়দানে ফিরছেন তারা।
আজ রাজ্য সন্মেলনের মঞ্চে বক্তব্য রাখেন দলের রাজ্য সম্পাদক তথা সাব্রুম বিধানসভা কেন্দ্রের বিধায়ক জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন , মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সাংগঠনিক নিয়ম , কায়দা ও কার্যপ্রণালী দেশ এবং অন্যান্য রাষ্ট্রের যে কোনো অন্য সংগঠনের বিধিবদ্ধ প্রণালীর একেবারে বিপরীত এবং স্বতন্ত্র। এই পার্টি প্রতি ৩ বছর অন্তর অন্তর এই সন্মেলন আয়োজিত হয়। ভারতের অন্য যে কোনো রাজনৈতিক দল এর সাংগঠনিক কার্যক্রমের ঊর্ধ্বে এধরণের বৃহৎ সন্মেলন কমিউনিস্ট ছাড়া আরও কোনো দলেই হয়না। গোটা দেশে তৃনমূল স্তর থেকে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত প্রায় ১০ লক্ষাধিক কমিউনিস্ট রয়েছেন। যারা বিভিন্ন বিভাগে ছড়িয়ে ছিটিয়ে কাজ করেন। সাড়া দেশে এই ধরণের রাজ্য সন্মেলন ছাড়াও ছোট বড় মাঝারি সব ধরনের মিতিং্ সন্মেলন এর আয়োজন চলছে বিগত আগস্ট মাস থেকেই। আগামী ২ থেকে ৬ তারিখ অব্দি তামিলনাডুর মাদুরাই শহরে সর্বভারতীয় সম্পাদকের উপস্থিতি তে ও একটি বিশাল সন্মেলনের আয়োজন করা হচ্ছে।
এই সন্মেলন প্রক্রিয়ার মধ্যে দিয়ে দলের রাজনৈতিক লক্ষ্য সুনির্দিষ্ট করণ ও আগামী দিনে সংগঠন কে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় , এর কার্যপ্রণালীর সঠিক মার্গ দর্শন করাতে বিশেষ ভাবে জোর দেওয়া হয়। ভারতবর্ষের বর্তমান সমাজে, অর্থনৈতিক পরিস্থিতিতে দল কিভাবে আগামী দিনে কাজ করবে সেই বিষয় গুলি নিয়ে সকলের মতামত আদান প্রদান প্রয়োজন। যা এই সন্মেলনের মধ্যে দিয়েই বাস্তবায়ন সম্ভব। আগামী কাল অর্থাৎ ২৫শে নভেম্বর সোমবারে ও দ্বিতীয় দফার সন্মেলন অনুষ্ঠিত হবে।

Leave A Reply