খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 11 October 2025 - 06:46 PM
শনিবার, ১১ অক্টোবর ২০২৫ - ০৬:৪৬ অপরাহ্ণ

CPIM Protest Against Smart Meter :স্মার্ট মিটার ও মূল্য বৃদ্ধির বিরুদ্ধে সিপিআইএম এর প্রতিবাদ মিছিল

CPIM Protest Against Smart Meter
1 minute read

CPIM Protest Against Smart Meter : রাজ্যে স্মার্ট মিটার সংযোজন এবং বিদ্যুৎ ও জলের বর্ধিত করের বিরুদ্ধে সরব হয়েছে সিপিআইএম। এই দাবিতে এদিন তারা শহরে বিক্ষোভ মিছিল এবং পথসভা সংগঠিত করে।

মেলার মাঠ পার্টি অফিস থেকে মিছিলটি শুরু হয়ে ওরিয়েন্ট চৌমুহনী পর্যন্ত যায় এবং সেখানে একটি সভার আয়োজন করা হয়। মিছিলে নেতৃত্ব দেন সিপিআইএম-এর সদর জেলা সম্পাদক অমল চক্রবর্তী ও প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী তথা সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে সহ অন্যান্য নেতারা।

সভায় বক্তব্য রাখতে গিয়ে অমল চক্রবর্তী বলেন, “বিজেপি নেতৃত্বাধীন সরকার জনগণের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শুরু করেছে। স্মার্ট মিটার চালুর অজুহাতে সাধারণ ও গরিব শ্রেণির মানুষকে আর্থিকভাবে চাপে ফেলা হচ্ছে। বিদ্যুৎ বিল হঠাৎ করে অস্বাভাবিক হারে বাড়ানো হয়েছে। অথচ সরকারের পক্ষ থেকে আগাম কোনও সতর্কবার্তাও দেওয়া হয়নি।”

তিনি আরও অভিযোগ করেন, “রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। বিরোধী দলের কর্মী-সমর্থকদের ওপর হামলার ঘটনা নিত্যদিন ঘটছে। পাশাপাশি নারী নির্যাতনের হারও উদ্বেগজনকভাবে বেড়েছে। এমন প্রেক্ষাপটে সরকারের এই অতিরিক্ত করের বোঝা জনগণের উপর চাপিয়ে দেওয়া অমানবিক।”

সিপিআইএম-এর দাবি, স্মার্ট মিটার ব্যবস্থা প্রত্যাহার করে সাধারণ মানুষের উপযোগী নীতি গ্রহণ করুক সরকার। অবিলম্বে বিদ্যুৎ ও জলের বাড়তি কর প্রত্যাহারেরও দাবি জানানো হয়েছে।

For All Latest Updates

ভিডিও