Congress have high chance to win loksabha
লোকসভা নির্বাচন সন্নিকটে। ভোট বাক্সে কোন দল কত ভোট পাবেন সেই বিষয়ে এখন থেকে কিছু কিছু বোর্ড প্রি পোল সার্ভে করতে শুরু করে ছেন। তার মধ্যে দেখা গেছে দেশের সর্বাধিক আসন সংখ্যা সম্পন্ন উত্তর প্রদেশ রাজ্যে বিজেপি কে কিছুটা বেগ পেতে হবে। আসন সংখ্যা বাড়তে পারে কংগ্রেসের। যদিও তাতে এনডিএ বা বিজেপির তেমন কোনো ক্ষতি নেই। তবে আসন কমে যাওয়াটা ও বিজেপির জন্যে খুব একটা সুখবর নয়।
তাছাড়া আরও কিছু জাতীয় সংবাদ সূত্রের সার্ভে অনুযায়ী ২০১৯ এর লোকসভা নির্বাচনে কংগ্রেস যে পরিমাণ আসনে জয়লাভ করেছে তার সাথে ২০ থেকে ২৫ টি আসন সংখ্যা বেড়ে গেলেই কেন্দ্রে বিজেপি সরকার এর আসন সংখ্যা কমে আসতে পারে ২৫০ এ। আর যদি কংগ্রেস একাই ৪০ থেকে ৫০ টি আসনে জয়লাভ করে তবে মোট আসন সংখ্যা দাঁড়াবে ১০০ টির কাছাকাছি। আর তাতে এনডিএ বিজেপির ৩য় বারের জন্যে সরকার গঠন করা কষ্টকর হয়ে দাঁড়াবে।
এদিকে বিজেপি মহারাষ্ট্রে নিজের জয় সুনিশ্চিত করতে জোর প্রয়াস চালালে ও তা বেশি একটা ভালো ফল দেবে বলে দাবী করা যায়না। তবে দক্ষিন ভারতীয় তামিল নাডু, কর্ণাটক, তেলেঙ্গানা এবং কেরালা তে বরাবরের মতোই কংগ্রেসের একটা ভালো সংখ্যক আসন জেতার সম্ভাবনা রয়েছে। যেহেতু কংগ্রেস নেতা রাহুল গান্ধী দক্ষিন ভারতের কেরালার বায়ানাড থেকে ২০১৯ এর লোকসভা নির্বাচনে জয়লাভ করেছেন, এবারে ও সেই লক্ষ্য মাত্রা স্থির করার জন্যে জোর প্রয়াস রয়েছে কংগ্রেসের।
তাছাড়া মোদী সরকারের এবারের নির্বাচনে ভালো ফলাফল করার ক্ষেত্রে আরও কিছু প্রতিকুলতার সম্মুখীন হবার অন্যতম কারণ দিল্লী তে একজন সিটিং মুখ্যমন্ত্রী কে গ্রেফতার করা, কেরালায় সিপিআই এর একাউন্ট ফ্রিজ, ভারতের সর্ববৃহৎ দল জাতীয় কংগ্রেস কে আর্থিক ভাবে পঙ্গু বানিয়ে দিয়ে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনে বাঁধা তৈরি করা এবং দেশের সবচাইতে বড় দুর্নীতি নির্বাচনী বন্ড এর সত্যতার বহিঃপ্রকাশ।
এছাড়া বেকারত্ব এবং দ্রব্য মূল্যের অস্বাভাবিক দাম বৃদ্ধি একটা বড় সমস্যা। আর এই সমস্যার ভুক্তভুগি কোটি কোটি সাধারণ মানুষ এবার ভোট দিতে গিয়ে বেশ কিছুটা চিন্তা ভাবনা অবশই করবেন।
রাজনৈতিক মঞ্চে কংগ্রেস কিংবা ইন্ডিয়া জোট কে জয়ী হতে গেলে সঠিক স্টেটিস্টিক্স ফলো করতে হবে। তবে হয়তো বা এবারের নির্বাচনে ভারতের কেন্দ্রীয় মসনদ থেকে সরানো যাবে বিজেপি সরকার কে।