খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 11 October 2025 - 06:48 PM
শনিবার, ১১ অক্টোবর ২০২৫ - ০৬:৪৮ অপরাহ্ণ

স্বদলীয় কর্মীর বিরুদ্ধেই দেশ দ্রোহিতার অভিযোগ দায়ের করলো যুব কংগ্রেস, দল কাউকে ছাড় দেয়না : Congress files FIR against party worker

Congress files FIR against party worker
1 minute read

স্বদলীয় কর্মীর বিরুদ্ধেই দেশ দ্রোহিতার অভিযোগ দায়ের করলো যুব কংগ্রেস, দল কাউকে ছাড় দেয়না

Congress files FIR against party worker

ভারতের মাটিতে থেকে , ভারতের নুন খেয়ে পাকিস্তান কে সমর্থন করা ও দেশ দ্রোহিতা। আর এমনই এক দেশ দ্রহি কে চিহ্নিত করে তাঁর বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করলো এবার যুব কংগ্রেস। জানা যায় ভারত ও পাকিস্তানের যুদ্ধ কালীন পরিস্থিতি তে সামাজিক মাধ্যমে কৈলাশহরের আছিদ মিয়া নামের এক ব্যক্তি ভারত বিরোধী ও পাক সমর্থক মন্তব্য করছে। তাঁর এই পোস্ট প্রত্যেক ভারতীয় নাগরিক ও ভারতীয় সেনা যারা শত্রু দমনে দিন রাত এক করছেন তাদের প্রতি অমর্যাদা পূর্ণ। তাই তাঁর বিরুদ্ধে থানায় মামলা করেছে যুব কংগ্রেস। উল্লেখ্য এই আছিদ মিয়া খোদ কংগ্রেস দলীয় কর্মী। কিন্তু দলের কর্মী হলেই তাকে রেহাই দেওয়া হবে না। কারণ দেশ সর্বোপরি। আর এই দেশের বিরুদ্ধে যারাই মন্তব্য করবেন তাদের আইনের আওতায় এনে সাজা দিতেই হবে। থানার বাইরে এই নিয়ে বিস্তারিত জানিয়ে যুব নেতা সাহাজান ইসলাম আরও বলেন কংগ্রেস দল সর্বদাই ধর্ম নিরপেক্ষতা, সংবিধান ও দেশের প্রতি সদা নতজানু থেকেছে। আছিদ মিয়া হতে পারে কংগ্রেস দলীয় কর্মী। কিন্তু তাঁর পূর্বে সে একজন ভারতীয়। তাঁর এই কথা ভুলে গেলে চলবে না। দেশের বিরুদ্ধে যে বা যারাই বিষোদগার করবে তাদের কাউকে ছাড়া হবে না। অন্তত পক্ষে কংগ্রেস দল তাদের কাউকে রেহাই দেবে না।
বর্তমান পরিস্থিতি তে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী সহ বিরোধী শিবির এর নেতৃত্ব রাও দল মত নির্বিশেষে সকলে একত্রিত হয়ে কেবল দেশের জন্যে কুশল মঙ্গল প্রার্থনা করছেন। সে জায়গায় আম দেশ বাসী দের এহেন আচরণ কোনোভাবেই কাম্য নয়। তাই আছিদ মিয়ার বিরুদ্ধে অতিসত্বর আইনানুগ ব্যবস্থা দেবার দাবী জানিয়েছেন যুব কংগ্রেসীরা।

 

Congress files FIR against party worker

For All Latest Updates

ভিডিও