CM reacts over Child trafficking
ঘূর্ণিঝড় রেমালকে সামাল দিতে সবদিক থেকেই প্রস্তুত রাজ্য। যে কোন ধরনের প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেক জেলার জেলাশাসককে। সোমবার স্টেট আয়ুর্বেদিক হাসপাতাল পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পাশাপাশি তিনি বলেন ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে,রেমাল ঘূর্ণিঝড় নিয়ে চূড়ান্ত সতর্কতা নেওয়া হয়েছে। বিষয়গুলি পর্যালোচনা করা হয়েছে। ঘূর্ণিঝড়ের গতিবিধির উপর নজর রয়েছে প্রতিটি জেলার জেলা শাসকের। তবে রেমাল তার দাপট অনেকটাই হারিয়েছে। ২৮ মের মধ্যে ঘূর্ণিঝড়ের কথা অনেকটাই কেটে যাবে, এমনটাই খবর পাওয়া গেছে।এটা রাজ্যবাসীর কাছে অনেকটাই সস্তি বলে জানালেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সোমবার সাংবাদিকদের সামনে গন্ডাছড়া মহকুমায় গত সপ্তাহের বুধবারে শিশু কন্যা সন্তান বিক্রি করার বিষয় নিয়ে বিরোধী দলনেতার প্রশ্ন উত্তরে জবাব দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি জানালেন, এ ধরনের কথাবার্তা শুধু বিরোধিতার জন্য। অবশ্য এই ধরনের সন্তান বিক্রি করার মতো ঘটনা, তদানীন্তনের সময় প্রায় প্রতিদিনই ঘটত। ধলাই জেলা অনুন্নত তাই সন্তান ব্যক্তির মত ঘটনা যাতে না ঘটে তার জন্য সরকার সেদিকে অনেক বেশি মনোযোগী। ধলাই জেলার আর্থিক সামাজিক উন্নয়নের ক্ষেত্রে রাজ্যের বরাদ্দ অন্যান্য জেলার তুলনায় যথেষ্ট বেশি। তারপরেও বিক্ষিপ্তভাবে এই ধরনের সন্তান বিক্রির ঘটনা সামনে আসে। তার পেছনে অর্থনৈতিক সমস্যা কম। সামাজিক সমস্যায় এই ধরনের ঘটনা ঘটছে। ব্যক্তিগতভাবে তিনি খোঁজ নিয়ে জেনেছেন, যে কন্যা শিশুটিকে বিক্রি করা হয়েছিল, তার পেছনে সামাজিক অবক্ষয় ঘটনা জড়িত। এ ব্যাপারে প্রশাসন থেকে খোঁজ নিয়ে শিশু সন্তানটিকে ফিরিয়ে আনা হয়েছে। তার পরেও যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য পুরো ঘটনা তদন্ত করা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা।