. CM Dr. Manik Saha visited RIPSET: রিপসেট ও স্টেট হোমিওপ্যাথিক হাসপাতাল পরিদর্শনে মুখ্যমন্ত্রী
CM Dr. Manik Saha visited RIPSET

রিপসেট ও স্টেট হোমিওপ্যাথিক হাসপাতালের সামগ্রিক পরিকাঠামো পরিবর্তন দরকার, দুটি প্রতিষ্ঠান পরিদর্শন করে এই দাবি করলেন মুখ্যমন্ত্রী।
বুধবার রাজধানীর কুমারী টিলার রিপসেট এবং রেন্টার্স কলোনিস্থিত নেতাজি সুভাষ স্টেট হোমিওপ্যাথিক হাসপাতাল পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। দুটি প্রতিষ্ঠানেই পরিকাঠামগত বিস্তার ত্রুটি রয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রিপসেটের সামগ্রিক ব্যবস্থাপনা দেখে মোটেও খুশি হতে পারলেন না মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। জানালেন, এই কলেজটিতে অনেক খামতি রয়েছে। বহিঃরাজ্যের বহু যুবক যুবতী এখানে বি ফার্মা ডিফার্মা করতে আসেন, তাদের সঠিকভাবে শিক্ষাদানের দায়িত্ব রয়েছে সরকারের। কিন্তু কলেজে ফ্যাকাল্টির অভাব রয়েছে। এ বিষয়টির উপর নজর দিচ্ছে রাজ্য সরকার। কলেজ চত্বরে মেয়েদের জন্য হোস্টেল রয়েছে। তাছাড়া ছেলেদের হোস্টেলের ব্যবস্থা করা হয়েছে, ক্যান্সার হাসপাতাল সংলগ্ন এলাকায়। কিন্তু আরো হোস্টেলের প্রয়োজন রয়েছে। হাসপাতালে সার্বিক পরিকাঠামো গড়ে তুলতে হবে রিপসেটে বলে জানালেন মুখ্যমন্ত্রী।
এদিকে রেন্টার্স কলোনিতে নেতাজি সুভাষ স্টেট হোমিওপ্যাথিক হাসপাতাল পরিদর্শন করেও সেরকম ভাবে খুশি নন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সাংবাদিকদের তিনি জানিয়েছেন,হোমিওপ্যাথি চিকিৎসাকে সাধারণ জনগনের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে পরিকাঠামোগত উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার বলেন মুখ্যমন্ত্রী ।
এদিন তিনি বলেন, এই হাসপাতালে অনেক খামতি রয়েছে। অতিসত্বর তা সমাধান করা হবে। মানুষকে আরও কিভাবে সুবিধা দেওয়া যায় সেই বিষয়ে আলোচনা করা হবে।এদিন তিনি আরও বলেন, হোমিওপ্যাথিক কলেজ স্থাপন করতে সরকারকে আরও অনেকটা চিন্তাভাবনা করতে হবে। জনগণকে ভালো পরিষেবা দিতে নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার বলে দাবি করেন তিনি।

Leave A Reply