টিএসআর জওয়ানদের সাথে দীপাবলির শুভারম্ভ করলেন মুখ্যমন্ত্রী

দীপাবলির এক দিন আগেই টিএসআর জওয়ানদের বেশ কিছু দাবী দাওয়া পূরণের পাশাপাশি বাজি ফাটিয়ে দীপাবলি পালন করলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা।
বুধবার পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত বিনানকুবরা ২ নং টি এস আর ক্যাম্প পরিদর্শনে গিয়েছিলেন ডঃ মানিক সাহা। সেখানে উনাকে স্বাগত জানিয়ে টিএসআর জওয়ানেরা বেশ কিছু মহরা প্রদর্শন করেন। উনাকে গার্ড অফ হনার দেওয়া হয়। পরবর্তী সময় উনি গোটা ক্যাম্প ঘুরে দেখেন। এর পর মঞ্চে দাঁড়িয়ে বেশ কিছু দাবী দাওয়া নিয়ে আলোচনা করেন তিনি। দীর্ঘদিন যাবত টিএসআর জওয়ানদের রেশন মানি নিয়ে একটা দাবী ছিল। রেশন মানি বৃদ্ধি করার বিষয় নিয়ে আগেও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়। অবশেষে দীপাবলির প্রাক লগ্নে জওয়ানদের রেশন মানি ১ হাজার থেকে বাড়িয়ে ২ হাজার টাকা করা হয়েছে বলে এদিন ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী । এছাড়া ড্রেস এলাউন্স ১০ হাজার থেকে বাড়িয়ে ১২ হাজার করা হয়েছে, প্রতিটি টিএসআর ক্যাম্পে জিমনাশিয়াম ইন্সটলেশানের জন্যে ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে, মেডিক্যাল অফিসারদের বেতন ৬০ হাজার করার ঘোষণা করা হয়েছে এছাড়াও আরও বেশ কিছু ঘোষণা দিয়েছেন এদিন মুখ্যমন্ত্রী।
এদিন পরিদর্শনকালে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জন সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
এদিন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা উপস্থিত সকল টিএসআর জওয়ানদের সাথে মিলে বাজি পটকা ফাটিয়ে দীপাবলি উদযাপন করেন এবং সবার হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন।

Leave A Reply