Blood donation camp CPIM
রক্তদান শিবিরে রক্তদাতা দের সুস্বাস্থ্য কামনা করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী
আজ ২৪শে নভেম্বর , রবিবার সিপিআইএম এর ২৪ তম রাজ্য সন্মেলনের প্রথম দিবসীয় কার্যক্রম। আজকের দিনেই ডুকলি মহকুমা কমিটির উদ্যোগে সকাল ১০:৩০ টায় হাপানিয়া স্থিত সিপিআইএম ডুকলি মহকুমা দপ্তরে এক মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উক্ত শিবিরে উপস্থিত হন বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা। ছিলেন ডুকলি মহকুমা কমিটির কার্যকর্তারা।
এদিনের রক্তদান শিবিরে রক্তদাতা দের উপস্থিতি ছিল লক্ষণীয়। উক্ত শিবিরে উপস্থি হয়ে সকল রক্তদাতাদের সাথে সাক্ষাৎ করেন বিরোধী দলনেতা। তাদের উৎসাহ বৃদ্ধি করেন এবং আগামী দিনেও এই সামাজিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
পরে সাংবাদিক দের সাথে নিজের মতামত ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, রক্তদানের মতো একটি সামাজিক কাজের মাধ্যমে সার্বিক উন্নয়ন সম্ভব। সমাজের উন্নয়ন এর স্বার্থে যে প্রতিজ্ঞা বদ্ধ হওয়া , রক্তদান ও সেই রূপ এক প্রতিজ্ঞা বদ্ধ হওয়ার মতই কর্মসূচী। এর মধ্যে দিয়েই মানুষ মানুষের জন্যে , সমাজের উন্নয়নের লক্ষ্যে এগিয়ে আসবে।