Blood donation camp CM
হোটেল ও রেস্টুরেন্ট অনার এসোসিয়েশানের রক্তদান শিবির, উপস্থিত মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা
ত্রিপুরা হোটেল এবং রেস্টুরেন্ট ওনার এসোসিয়েশন উদ্যোগে এগিয়ে চলো সংঘ ক্লাবে আজ এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উক্ত শিবিরের উদ্বোধন কর্মসূচী তে মঞ্চ আলোকিত করেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। ততসঙ্গে উপস্থিত হন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, ছিলেন মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। অতিথি বৃন্দের হাত ধরে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এর পর প্রত্যেক অতিথি নিজ নিজ বক্তব্য পেশ করেন। এর পর রক্তদান শিবিরে আগত রক্তদাতা দের উৎসাহ উদ্দীপনা বাড়াতে তাদের সাথে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। মঞ্চে আলোচনা করতে গিয়ে প্রতিবারের মতোই এবারে ও সবাইকে রক্তের প্রয়োজনীয় তা এবং রক্তদানের গুরুত্ব নিয়ে বিস্তারে বুঝিয়েছেন প্রফেসর ডঃ মানিক সাহা। আমাদের দেহে রক্তের মধ্যে দিয়েই সমস্ত প্রয়োজনীয় উপাদান গুলি সর্বত্র বিস্তৃত হয় । আবার এই রক্তের মধ্যে দিয়েই বর্জ্য পদার্থ গুলো দেহ থেকে আলাদা হবার পথ খুঁজে পায়।
তাই রক্তের অসীম ভূমিকা রয়েছে মানব দেহে। তাছাড়া যে কোনো সময় মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে এই রক্তের প্রয়োজন হয়। রাজ্যের সমস্ত হাসপাতালে নিত্যদিন চাহিদা থাকে রক্তের। তাছাড়া বিজ্ঞান আজ যতই উন্নত হোক না কেন, এখনো পর্যন্ত রক্তের বিকল্প আবিষ্কার করতে পারেনি। তাই রক্তের অভাব কেবল রক্ত দিয়েই পূরণ করা সম্ভব। রক্ত দান মহৎ দান, এই উক্তি কে মান্যতা দিয়ে সমাজের সকল অংশের মানুষের স্বার্থে মানুষ কে এগিয়ে এসে সুসংগঠিত সমাজ গড়ে তুলতে এবং এই রাজ্য ও দেশ কে এগিয়ে নিয়ে যেতে আমাদের সকলকে মিলে মিশে কাজ করতে হবে, বলেন মুখ্যমন্ত্রী।