BJP to lead above 370 seats
লোকসভা নির্বাচনের প্রচারে ঝড় তুলছে প্রদেশ বিজেপি। মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মাণিক সাহার নেতৃত্বে একের পর এক জনসভা ও রেলির মধ্যে দিয়ে জনগণের কাছে বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। জোর গলায় দাবী করছে বিজেপি “ অব কি বার, ৪০০ পার”। দেশের মোট ৫৪৫ টি আসনের মধ্যে ৪০০ এর ও বেশি আসনে জয় ছিনিয়ে আনা চারটে খানি কথা নয়। কতটা কনফিডেন্স থাকলে দেশের আরএসএস পরিচালিত বিজেপি এই বার্তা দিতে পারে সেটা অবশ্যই সবার ধারণা আছে।
দিল্লীতে বিজেপির একটি দলীয় বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের বিজেপি শাসিত রাজ্য গুলোর মুখ্যমন্ত্রী এবং সকল দলীয় কর্মকর্তাদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন , যেভাবেই হোক এবার ৪০০ পার করতেই হবে। আর সেই প্রসঙ্গই বারবার উত্থাপন করে চলেছেন রাজ্যের নেতৃত্বরা ও।
মঙ্গলবার ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের দক্ষিণ সোনাইছড়ি স্কুল মাঠে বিজেপির এক বিশাল জনসভার আয়োজন করা হয়। এই নির্বাচনি সভায় পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মনের সমর্থনে প্রচারে উপস্থিত হন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সঙ্গে ছিলেন মন্ত্রী টিংকু রায়, সুবল ভৌমিক সহ বিজেপির বিভিন্ন নেতৃবৃন্দরা। উল্লেখ্য এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যে তুষ্ট হয়ে ১১৭পরিবারের ৩১২ জন ভোটার সি পি আই এম ও কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন।
মুখ্যমন্ত্রী ডঃ মাণিক সাহা এদিন নিজের বক্তব্যে উল্লেখ করেছেন , বিগত ১০ বছরে দেশের সার্বিক উন্নয়নে মোদী সরকার ঐকান্তিক প্রচেষ্টা চালিয়েছে। দেশ এর উন্নয়নের গতি তরান্বিত করতে অসামান্য ভূমিকা পালন করেছে। এদিকে বিরোধী শিবির কে কটাক্ষ করে তিনি বলেন ইন্ডিয়া জোট মঞ্চ শুধু নাম মাত্রই জোট। তা নাহলে কেরলে কংগ্রেসের প্রার্থী হিসেবে রাহুল গান্ধী এবং সিপিআই এর প্রার্থী হিসেবে অন্য একজন কিভাবে প্রতিদ্বন্ধিতা করছেন?
এছাড়াও নানাভাবে বিরোধীদের তীর বিঁধিয়ে উক্তি করেছেন মুখ্যমন্ত্রী। সর্বোপরি জনগণের স্বার্থে মোদী সরকার যে সমস্ত জনকল্যাণমুখী কাজ করেছে সেই সব মাথায় রেখেই নির্বাচনে পদ্ম ফুলে টিপ দিয়ে বিজেপি মনোনীত দুই আসনের প্রার্থীদের জয়ী করার বার্তা রাখেন তিনি।