BJP goons attack a family
সুশাসনের এই ত্রিপুরা রাজ্যে আবারো একটি কলঙ্কজনক ঘটনা ঘটালো দুষ্কৃতিকারীরা। যাতে এক পরিবারের বাড়িতে ঢুকে সমস্ত কিছু ভাঙচুর করে লুটপাট চালিয়ে উল্টো বাড়ির কর্তা কেই নেশা কারবারি বলে ফাসিয়ে দেওয়ার চেষ্টা করলো দুষ্কৃতীরা। যাদের বিরুদ্ধে এই অভিযোগ তারা নাকি আবার শাসক দল বিজেপির নেতা নামধারী কিছু দুষ্কৃতিকারী। ঘটনা বিশালগড় বিধানসভার অন্তর্গত পশ্চিম লক্ষ্মীবিল এলাকায়।
ঘটনার বিবরণে জানা গেছে গত ২১ এপ্রিল পশ্চিম লক্ষ্মী বিল স্থিত জসিম উদ্দিনের বাড়িতে ঐএলাকার কিছু নেতা নামধারী যথাক্রমে, আক্তার হোসেন, আবুল খায়ের, কবির হোসেন, ছুটন মিয়া, ফেরদৌস মিয়া সহ বেশ কিছু দুষ্কৃতিকারীরা মদ পান করে নেশাগ্রস্ত অবস্থায় রাতের অন্ধকারে প্রবেশ করে তাণ্ডব চালায়। এতে জসিম উদ্দিনের মারুতি গাড়ি, বাইক এবং ঘরের সমস্ত আসবাবপত্র ভাঙচুর করে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাট করা হয়েছে বলেও অভিযোগ। ঘটনা ঘটিয়ে এই দুষ্কৃতিকারীরা আইনি বেড়াজাল থেকে রক্ষা পেতে উল্টো জসিম উদ্দিনকে নেশা কারবারি বলে ফাঁসিয়ে বিশালগড় থানার পুলিশের হাতে তুলে দিয়েছিল এদিন। কিন্তু দুষ্কৃতিকারীরা জসিম উদ্দিনের গোটা ঘর লুটপাট করেও পুলিশকে কিঞ্চিত মাত্র নেশা সামগ্রী দেখাতে পারেনি। পরে এই দুষ্কৃতিকারীদের হাত থেকে জসিম উদ্দিনকে রক্ষা করতে তাকে থানায় নিয়ে যাওয়া হয় এবং ঘটনার পরদিন তাকে ছেড়ে দেওয়া হয়।
দুষ্কৃতিকারীদের পক্ষ থেকে জসিম উদ্দিন সহ উনার পরিবারকে হুমকি দেওয়া হয় এলাকা ছাড়ার জন্য। পরে জসিম উদ্দিন সহ ওনার পরিবার নিজেদের প্রাণ বাঁচাতে বিশালগড় ছেড়ে বিশ্রামগঞ্জে তাদের এক নিকট আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেয়। অবশেষে জসিম উদ্দিন শুক্রবার সুবিচার পেতে ত্রিপুরা হাইকোর্টের দ্বারস্থ হয় এবং দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ডাকাতি এবং লুটপাট এর অভিযোগ এনে মামলা দায়ের করে। শনিবার জসিম উদ্দিন সহ উনার স্ত্রী সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে তাদের পরিবারের সাথে ঘটে যাওয়া গোটা ঘটনাটি বিস্তারিতভাবে তুলে ধরেন। বিস্তারিত বলতে গিয়ে জসিম উদ্দিনের স্ত্রী জানিয়েছেন দিন কয়েক আগে একটি জমি বিক্রি করে আর্থিক লেনদেন সাড়ছিলেন জসিম উদ্দিন। এমন সময় সেখানে আক্রমণ কারী অভিযুক্তদের একাংশ উপস্থিত ছিলেন। মূলত সেই জায়গা বিক্রির টাকা হাতিয়ে নিতেই পরদিন রাতে বাড়িতে ঢুকে তাণ্ডব চালায় তারা। এদিকে আবার তারা নিজেদের বিজেপির নানা পদাধিকারী নেতা বলেও দাবী করেছে। সেই প্রসঙ্গে এদিন জসিম উদ্দিনের স্ত্রীর দাবী যারা প্রকৃতভাবে বিজেপি করেন তারা কোনদিনও এই ধরনের ঘটনা ঘটাতে পারে না এবং তারা বিশ্বাস করেন বিজেপি কখনো এই ধরনের কার্যকলাপ প্রশ্রয় দেয়না। তাই গোটা ঘটনা জানিয়ে তারা মুখ্যমন্ত্রীর কাছে আর্জি রাখছেন যেন এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে দলগত এবং প্রশাসনিক ভাবে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়।