BJP failed in south India
দক্ষিণে বিজেপির সাথে হাত মেলানোর রটনা ভুয়ো যুক্তিহীন বলেই সুনিশ্চিত করলেন AIADMK
২০২৬ এই হচ্ছে তামিলনাডুর বিধানসভা নির্বাচন। বর্তমানে সেখানে ক্ষমতায় আছে স্টালিনের ডিএমকে দল। বিপরীতে প্রতিদ্বন্ধি হিসেবে দাঁড়িয়ে এআইএডিএমকে । যার প্রতিনিধিত্ব করছেন ই.কে পালানিস্বামী। বিজেপির সাথে জোট বাঁধা নিয়ে বেশ কিছু জল্পনা চলছিল অনেক দিন ধরেই। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে পালিস্তানির স্পষ্ট বার্তা , দক্ষিণে বিজেপির সাথে জোটের দিকে এগোবে না পালানিস্বামী ও তার দল।
২০১৯ এর লোকসভা নির্বাচনের আগে বিজেপি এআইএডিএমকে এর সাথে দীর্ঘ সময়ের জন্যে জোট ছিন্ন করার ফলে ভাগ হয়ে যায় ডিএমকে – কংগ্রেস জোটের বিরোধী ভোট। যার সুবিধা ভোগ করে ইন্ডিয়া জোট। বেশিরভাগ সিটে জয়ী হয় ইন্ডিয়া জোট। এদিকে একলা লড়াই করার ফলে বিজেপির ও ভোট এর পরিমাণ অনেকটা বেড়ে যায়। কিন্তু যে ক্ষতি এআইএডিএমকে র হয়েছে সেই ক্ষতির জেরেই এবার বিজেপির ডাকে সাড়া দিতে নারাজ তারা। আসন্ন বিধানসভা ভোটের প্রাক্কালেই বিজেপির সাথে সম্পর্ক ছিন্ন করার কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী পালানিস্বামী।
সম্প্রতি বিজেপির সাথে চলতি মাসেই এআইএডিএমকের আলোচনা শুরু হয়েছিল । এনডিএ-তে ফেরানোর লক্ষ্যেই হয় এই আলোচনা। তার পরই জল্পনা তৈরি হয়েছিল এই বিষয় কে ঘিরে। এই বিষয় নিয়ে শেষে পালানিস্বামী বলেন, ‘‘আমরা বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছি। তার পর থেকে, আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ গুজব ছড়াচ্ছে যে আমরা পরোক্ষভাবে বিজেপির সঙ্গে জোটে আছি। তাই আমরা আমাদের অবস্থান পরিষ্কার করে জানাচ্ছি, এনডিএ-তে ফেরার কোনও প্রশ্ন নেই।”
অতএব আসন্ন বিধানসভা নির্বাচনে একাই ডিএমকে – কংগ্রেস এর বিরুদ্ধে লড়তে চলেছে এ আইএডিএমকে।