Bishalgarh Congress News : ত্রিপুরায় নিজেদের রাজনৈতিক জমি পুনরুদ্ধারে জোর কদমে মাঠে নেমেছে প্রদেশ কংগ্রেস। রাজ্যে এক সময় শক্তিশালী অবস্থানে থাকলেও, গত এক দশকে তাদের প্রভাব অনেকটাই হ্রাস পেয়েছে। বিশেষ করে বিজেপির উত্থানের পর, কংগ্রেসের সংগঠন প্রায় ছিন্নভিন্ন হয়ে পড়েছিল। তবে বর্তমান সময়ের রাজনৈতিক পটপরিবর্তনে ফের সক্রিয় হয়ে উঠছে ত্রিপুরা কংগ্রেস।
এই প্রেক্ষিতেই শুক্রবার চরিলাম বিধানসভার অন্তর্গত লালসিংমুড়া বাতারমোরা এডিসি ভিলেজের আমতলী পাড়া এলাকায় ‘ঘর ঘর জনসংযোগ’ কর্মসূচি পালন করে কংগ্রেস। ভয়-ভীতি উপেক্ষা করে মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন কর্মীরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশালগড় কংগ্রেস সভাপতি গুপীনাথ সাহা সহ স্থানীয় একাধিক কংগ্রেস নেতাকর্মী। বাড়ি বাড়ি গিয়ে তারা এলাকার মানুষের সমস্যার কথা শোনেন এবং কংগ্রেসের ভাবনা ও কর্মপদ্ধতির কথা তুলে ধরেন।
গুপীনাথ সাহা জানান, “ত্রিপুরার মানুষ এখন বাস্তব সমস্যার মুখোমুখি। বেকারত্ব, মূল্যবৃদ্ধি, দুর্নীতি, এবং উন্নয়নের অভাব নিয়ে মানুষ ক্রমশ হতাশ। তাই কংগ্রেসের ডাকে সাড়া দিচ্ছেন তাঁরা। বিজেপির প্রতি আস্থা হারাচ্ছেন সাধারণ জনগণ।”
ত্রিপুরায় এই মুহূর্তে বিরোধী রাজনীতি শক্তি সঞ্চয় করছে, যার অন্যতম চালক হিসেবে কংগ্রেস নিজেদের প্রতিষ্ঠা করতে চাইছে। এই ঘরভিত্তিক জনসংযোগ কর্মসূচি তারই অংশ। দলীয় সূত্রে জানা গেছে, ত্রিপুরার প্রতিটি বিধানসভা এলাকাতেই এই ধরনের কর্মসূচি সংগঠিত করার পরিকল্পনা রয়েছে।
তবে এটা স্পষ্ট যে ত্রিপুরা কংগ্রেস যদি এইভাবে জনসংযোগ ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় থাকে, তবে আগামী দিনে তারা রাজ্যের রাজনীতিতে ফের প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে।