Biplab Kr Deb campaign

 

গান্ধী জয়ন্তী বিরোধী কমিউনিস্টরা। ২৬শে জানুয়ারি অব্দি করতেন না পালন। মোদী জামানায় সব পাল্টে গেছে।

নির্বাচনী প্রচারে আট ঘাট বেঁধে যখন নেমেই পড়েছেন তখন আর কাউকেই রেহাই দেবেন না। এমনটাই পরিকল্পনা নিয়ে বুধবার বাগমায় নির্বাচনী জনসভায় অংশ গ্রহন করে বিরোধী বাম শিবির কে তোপ দাগলেন পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব।
দিকে দিকে রাজ্যের মানুষ শুধুই মোদী জীর গুণগান করছেন। যেখানেই প্রচারে যাচ্ছেন সেখানেই ভোটাররা আশ্বস্ত করছেন, এবারের ভোট তারা মোদী জির উদ্দেশ্যেই দেবেন। কেউ কেউ নাকি বলছেন ২০২৩ এর ভুলটা এবার আর করবেন না। মানে ২০২৩ এর বিধানসভায় বিরোধী দের জোট কে যারা ভোট দিয়েছেন এবার তারাও পিছিয়ে গেছেন। সব এখন বিজেপি মুখী। এমনটাই বুধবার বার্তা মিললো বিজেপির বেশ কয়েকজন কার্যকর্তার কাছ থেকে।
শুধু কি তাই, বরাবরের মতোই এদিন বাগমায় নির্বাচনী প্রচার করতে গিয়ে পশ্চিম আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব আসন্ন নির্বাচনে বিরোধীরা কিভাবে জামানত জব্দ হয় সেটাও সকলকে দেখার জন্যে আহ্বান করলেন। তিনি বিরোধী বাম শিবির কে কটাক্ষ করে এদিন বলেন, বামেরা ২০১৮ সালের আগে পর্যন্ত রাজ্যে ১৫ই আগস্ট, ২৬শে জানুয়ারি, ২৩শে জানুয়ারি , ২রা অক্টোবর এসব কিছুই উদযাপন করতেন না। উনাদের আদর্শে নাকি নেই এসব। আজকে তারাই গণতন্ত্র রক্ষার কথা বলে স্থানে স্থানে ভোট ভিক্ষা করে বেরাচ্ছেন। তাও আবার ইন্ডিয়া জোট মঞ্চের হয়ে। এসব রাজ্যের মানুষ কোনোভাবেই মেনে নেবেন না বলে দাবী করলেন তিনি। স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী ,এমনকি মহারাজা বীর বিক্রম এর জন্ম জয়ন্তী অব্দি পালন করেনি কখনো বামেরা।

Biplab Kr Deb campaign

তিনি কটাক্ষের সুরে বললেন এখন রাজ্য জুড়ে শুধু মাণিক সরকারের সংবিধান। তিনিই সবচাইতে বড় রাষ্ট্রবাদী। যারা কখনো দেশের মহান ব্যাক্তিত্বদের জন্ম দিবস টুকুই ঠিক ঠাক পালন করেনি, বিশেষ দিন গুলোতে দেশের জাতীয় পতাকা কখনো উত্তোলন করেনি তারাই এখনকার সময়ে দাঁড়িয়ে রাষ্ট্রের কথা বলেন, সংবিধান এর কথা বলেন। অতঃপর তিনি রাজ্যের ২৫ বছরের মুখ্যমন্ত্রী মাণিক সরকার কে সংবিধানের স্রষ্টা বি আর আম্বেদকরের সংবিধানের বই প্রদান করার জন্যে উপস্থিত শ্রোতাদের উপদেশ দেন।
আক্রমণ পাল্টা আক্রমণ যাকে বলে, সেটাই বাস্তবে প্রকাশিত হয়েছে এদিন। একদিকে যেমন বিরোধী শিবিরের প্রচারে প্রাক্তন মুখ্যমন্ত্রী মাণিক সরকার বিজেপির দিকে একের পর এক অসাংবিধানিক কার্যকলাপের তোপ দাগতে কোনো দ্বিতীয় চিন্তা করছেন না তেমনি কিছুটা ঝাল মেটাতে গিয়ে বিপ্লব কুমার দেব ও ছাড়ছেন না কাউকেই।
এই আক্রমণ পাল্টা আক্রমণ কতদূর চলে সেটাই লক্ষণীয়। অবশ্য ভোটের ফলাফল এর পর যে কোনো এক দল কে মুখ থুবড়ে পরতেই হবে তাতে কোনো সন্দেহ নেই।

Leave A Reply