খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 11 October 2025 - 06:46 PM
শনিবার, ১১ অক্টোবর ২০২৫ - ০৬:৪৬ অপরাহ্ণ

Bihar Election News : বিহারে ৪১ লক্ষ ভোটার বাতিল , তালিকায় বড়সড় রদবদলের পথে নির্বাচন কমিশন

Bihar Election News
1 minute read

Bihar Election News : বিহারে ভোটার তালিকায় চলছে বড়সড় শুদ্ধিকরণ প্রক্রিয়া। নির্বাচন কমিশনের তরফে ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ কর্মসূচির অধীনে রাজ্যের ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারেন অন্তত ৪১ লক্ষ নাম। কমিশনের তরফে জানানো হয়েছে, ওই বিপুল সংখ্যক ভোটারকে তাঁদের রেজিস্টার্ড ঠিকানায় পাওয়া যায়নি। নির্ধারিত সময়ের মধ্যে প্রমাণ মিলতে না পারলে, তাঁদের নাম তালিকা থেকে মুছে ফেলা হবে।

জানা গেছে, কমিশনের উদ্যোগে বুথ স্তরের অফিসাররা রাজ্যের নানা প্রান্তে বাড়ি বাড়ি গিয়ে যাচাইয়ের কাজ করছেন। ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ের পাশাপাশি তাঁদের বর্তমান বাসস্থান, মৃত্যুর তথ্য এবং একাধিক ভোটার তালিকায় নাম থাকা ইত্যাদি খতিয়ে দেখা হচ্ছে।

এই প্রক্রিয়ায় এখনও পর্যন্ত প্রায় ৭.১৫ কোটি ফর্ম সংগ্রহ করা হয়েছে। তবে এখনও অবধি প্রায় ৫ শতাংশ ভোটারের খোঁজ মেলেনি। সংশ্লিষ্টদের আগামী ২৫ জুলাইয়ের মধ্যে প্রয়োজনীয় ফর্ম ও ঘোষণাপত্র জমা দিতে বলা হয়েছে।

কমিশনের পরিসংখ্যান বলছে, ৪১ লক্ষ অনুপস্থিত ভোটারের মধ্যে ১৪.১ লক্ষ ইতিমধ্যেই প্রয়াত হয়েছেন, কিন্তু তাঁদের নাম তালিকায় এখনও রয়েছে। ১৯.৭ লক্ষ ভোটার অন্যত্র স্থানান্তরিত হয়েছেন। ৭.৫ লক্ষ ভোটারের নাম একাধিক জায়গায় আছে। এমনকি ১১ হাজার মানুষের কোনো হদিশই মিলছে না।

নির্বাচন কমিশনের এক কর্তা বলেন, “এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই যে শুধুমাত্র বৈধ ভারতীয় নাগরিকরাই ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। বিহারের পর অন্যান্য রাজ্যেও ধাপে ধাপে এই রকম সংশোধনী চালু করা হবে।

আগামী ছ’দিনের মধ্যেই সমস্ত তথ্য যাচাইয়ের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে মাঠপর্যায়ের কর্মীদের। নির্ধারিত সময়সীমার মধ্যে যাঁদের খোঁজ মিলবে না, তাঁদের নাম ভোটার তালিকা থেকে চিরতরে বাদ দেওয়া হবে।

For All Latest Updates

ভিডিও