খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 11 October 2025 - 06:44 PM
শনিবার, ১১ অক্টোবর ২০২৫ - ০৬:৪৪ অপরাহ্ণ

Bihar Dog Babu : বিহারে ফের প্রশাসনিক বিভ্রাট! কুকুরের নামে বাসিন্দা শংসাপত্র জারি

Bihar Dog Babu
1 minute read

Bihar Dog Babu : বিহার রাজ্যে নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের এই গুরুত্বপূর্ণ সময়েই চাঞ্চল্যকর ঘটনা সামনে এলো । পাটনার মসৌড়ি সাব-ডিভিশনের এক সরকারি দপ্তর থেকে জারি করা হয়েছে এক বাসিন্দা শংসাপত্র, যার মালিক কোনো মানুষ নন, এক ল্যাব্রাডর কুকুর!

সরকারি নথিতে এই ‘নাগরিক’-এর নাম উল্লেখ করা হয়েছে ডগ বাবু, পিতার নাম কুত্তা বাবু, এবং মাতার নাম কুত্তিয়া দেবী। ঠিকানা হিসেবে লেখা রয়েছে কাঞ্জোলি গ্রাম, মসৌড়ি, পাটনা জেলা। সবচেয়ে আশ্চর্যের বিষয়—নথিতে জুড়ে দেওয়া হয়েছে একটি কুকুরের ছবিও, যা দেখে স্পষ্ট বোঝা যায়, এটি একটি ল্যাব্রাডর প্রজাতির কুকুর।

এই ঘটনা সামনে আসতেই বিহার জুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া। বিরোধী দলগুলি তীব্র ভাষায় শাসক বিজেপি-জেডিইউ জোট সরকারকে নিশানা করেছে। তাদের অভিযোগ, “প্রকৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ পড়ছে, অথচ এক কুকুরের নামে সরকারি শংসাপত্র ইস্যু হচ্ছে! প্রশাসন কি আদৌ নজর রাখছে?”

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অনলাইন আবেদন প্রক্রিয়ার ফাঁক গলে কেউ ইচ্ছাকৃতভাবে ভুয়ো তথ্য দিয়ে এই আবেদনটি করে। অভিযোগ উঠেছে, সিস্টেমে মানব যাচাইয়ের অভাবেই এই গাফিলতি সম্ভব হয়েছে।

বিহার রাজ্যের প্রশাসন ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে। সংশ্লিষ্ট দপ্তরে অভ্যন্তরীণ অনুসন্ধান চলছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।

এই ঘটনায় নির্বাচন কমিশনের দিক থেকেও রিপোর্ট তলব করা হয়েছে, কারণ বিষয়টি প্রশাসনিক দক্ষতা এবং ডিজিটাল যাচাই প্রক্রিয়া নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে।

For All Latest Updates

ভিডিও