Bharatiya Janta Majdur Sangha : ত্রিপুরা ফরেস্ট ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যান্টেশন কর্পোরেশনের (TFDPC) এমডির কাছে নয় দফা দাবি তুলে ধরল ভারতীয় জনতা মজদুর সংঘের রাজ্য শাখা। সংগঠনের রাজ্য সম্পাদক বাপন দত্ত জানান, শ্রমিকদের মজুরি, বোনাস বৃদ্ধি সহ একাধিক জীবনধর্মী দাবি নিয়ে সম্মিলিত স্মারকলিপি এমডি মহাশয়ের হাতে তুলে দেওয়া হয়েছে।
সংগঠনের অভিযোগ—বর্তমান বাজারদর আকাশছোঁয়া হওয়ায় শ্রমিকদের পক্ষে ন্যূনতম জীবনধারণ কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই দ্রুত শ্রমিকদের দৈনিক মজুরি ৬৫০ টাকা নির্ধারণের দাবি জানানো হয়।
এছাড়াও দাবি করা হয়েছে, বিরোধীদের প্রভাবে সম্প্রতি যে কিছু নতুন নিয়ম TFDPC-এর মধ্যে চালু করা হয়েছে তা শ্রমিক ও সরকারের উভয়ের স্বার্থেই বাতিল করতে হবে। নতুবা ২৫ দিনের মধ্যে By-law পরিবর্তন না হলে শ্রমিকরা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যেতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা।
প্রশ্ন তোলা হয়েছে, গত ৩৫ বছর ধরে কেন TFDPC-এর By-law পরিবর্তন আনা হয়নি। সংগঠনের মতে, এর ফলে শ্রমিকরা ধীরে ধীরে ক্রীতদাসে পরিণত হচ্ছে। তাই সরকারকে দ্রুত ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এদিন এই সব গুরুত্বপূর্ণ ইস্যু ঘিরেই ভারতীয় জনতা মজদুর সংঘের প্রতিনিধি দল ডেপুটেশন প্রদান করে।
এখন দেখার পালা, সরকারের তরফে শ্রমিকদের এই ন্যায্য দাবি পূরণের জন্য কতটা দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।