Bangladesh Flight Crash : রাজধানী ঢাকার উত্তরার দিয়াবাড়িতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৯ জন। সোমবার দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ যুদ্ধবিমান উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের উপর আছড়ে পড়ে। দুর্ঘটনায় পাইলটসহ বহু শিক্ষার্থী হতাহত হয়েছেন।
বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং বারো মিনিট পরই ভেঙে পড়ে বলে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই একটি বিস্ফোরণ ঘটে এবং স্কুল ভবনে আগুন লেগে যায়। দাউদাউ করে জ্বলে ওঠা ভবনটির কালো ধোঁয়া দূর থেকেও দেখা যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছে যায় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন, যাঁদের অধিকাংশই স্কুলের শিক্ষার্থী। আহতদের মধ্যে অনেকেই দগ্ধ অবস্থায় বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।
দমকল বিভাগের কর্মকর্তা লিমা খানম জানিয়েছেন, “আমাদের দল একজনের মৃতদেহ উদ্ধার করেছে এবং চারজনকে আহত অবস্থায় বের করে এনেছে বিমান বাহিনীর সদস্যরা।” নিহতদের নাম ও পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
ঘটনার সময় স্কুলে ক্লাস চলছিল, ফলে হতাহতের সংখ্যা বেড়ে যায়। উদ্ধার তৎপরতা শেষে স্কুল ভবনের ভেতর থেকে ধীরে ধীরে আহত শিক্ষার্থীদের বের করে আনা হয়।
প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এক শোকবার্তায় গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং দুঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। আগামীকাল মঙ্গলবারকে রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
এই মর্মান্তিক দুর্ঘটনা ২০২৪ সালের আহমেদাবাদ বিমান দুর্ঘটনার স্মৃতিকে আবারও উসকে দিল বলে মন্তব্য করছেন অনেকে।