Ashish Kumar Saha Amarpur

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৪ জুন দেশের লোকসভা নির্বাচনের ভোট গণনা হতে চলেছে। দেশের বিভিন্ন রাজ্যের সাথে আমাদের ছোট্ট পাহাড়ি রাজ্য ত্রিপুরার দুটি লোকসভা আসনের ভোট গ্ৰহন প্রক্রিয়া ইতিপূর্বে সম্পূর্ণ হয়েছে। এখন শুধু ফলাফল ঘোষণার পালা। এদিকে নির্বাচন সম্পুর্ণ হওয়ার পর থেকে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে রাজ্যের প্রায় সবকটি বিধানসভা এলাকায় চলছে সাংগঠনিক সফর। বিশেষ করে ইন্ডিয়া জোটের পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী আশীষ কুমার সাহা প্রায় প্রতিটি বিধানসভা কেন্দ্র সফর করে দলীয় কর্মীদের মনোবল বৃদ্ধি করে যাচ্ছেন, এবং সঙ্গে সাংগঠনিক বিষয় নিয়ে কথাবার্তা বলছেন। বৃহস্পতিবার দুপুর ২টা নাগাদ অমরপুরে এসে পৌঁছান প্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি আশিষ কুমার সাহা। এদিন গন্ডাছড়া থেকে সোজা অমরপুরে চলে আসেন প্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি তথা ইন্ডিয়া জোটের পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী শ্রী সাহা। এদিন অমরপুরে এসে অমরপুর ব্লক কংগ্রেসের অস্থায়ী কার্যালয়ে দলীয় কর্মী সমর্থকদের সাথে মিলিত হয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচনা শেষে এদিন প্রদেশ সভাপতির হাত ধরে দলের প্রাক্তন সেবা দলের সভাপতি মটুরাম রিয়াং বিজেপি দল ছেড়ে ফের কংগ্রেসে ফিরে আসেন। দলীয় পতাকা হাতে তুলে দিয়ে অমরপুর ব্লক কংগ্রেসের প্রাক্তন সেবাদলের সভাপতিকে দলে বরণ করে নেওয়া হয়। এরপরে দলীয় কর্মীদের সঙ্গে দেখা করার উদ্যেশে বিকেলে অম্পিনগরে চলে যান আশিষ কুমার সাহা।

Leave A Reply