Ananda Marg school rally at Netaji birth ceremony

বর্ণাঢ্য শোভাযাত্রায় বিশালগড়ের রাজপথে আনন্দ মার্গ

নেতাজীর ১২৮ তম জন্ম জয়ন্তী কে কেন্দ্র করে বিশালগড় মহকুমা স্থিত আনন্দ মার্গ বিদ্যালয়ের খুদে ও কচি কাঁচা দের এবছরের শোভাযাত্রা ছিল অসাধারন ও প্রশংসনীয়। প্রতি বছরই বিদ্যালয় টি ২৩শে জানুয়ারি তে শোভাযাত্রার আয়োজন করে এবং বিদ্যালয় চত্বরে নেতাজীর জন্ম দিবস পালন করে থাকে। এবারেও তার ভিন্ন হয়নি। সকাল প্রায় সাড়ে ৮ টা নাগাদ এদিন বিশালগড় আনন্দ মার্গ স্কুল প্রাঙ্গন থেকে সুসজ্জিত সুবিশাল রেলি টি যাত্রা শুরু করে অফিসটিলার উদ্দেশ্যে। সেখান থেকে আবারো ঘুরে আসে বিদ্যালয় প্রাঙ্গনে। এদিনের বর্ণাঢ্য রেলির মাঝে উঠে আসে জাতি, জনজাতি দের ঐতিহ্য ও সংস্কৃতি। এছাড়া মিজো, মনিপুরী সহ বহিঃরাজ্যের বিভিন্ন নৃত্য কৌশলী ও ফুটে উঠেছে। শিশুদের মধ্যে দেখা গেছে কার্টুন , বেবি বার্ড , ঘোস্ট কস্টিউম ইত্যাদি। এছাড়া খাসী ট্রাইব , মিজো ট্রেডিশানাল , ইত্যাদি নানা বেশ ভুষায় দেখা গেছে আনন্দ মার্গ এর স্কুল পড়ুয়াদের। তার পাশাপাশি বর্তমানে পরাগরাজে চলমান মহাকুম্ভ , ওয়ার্ল্ড কাপে দেশের কৃতিত্ব, স্বাধীনতা সংগ্রামী, দেশের মহীয়সী নারী , অঘোরী বাবা, শ্রী কৃষ্ণের লীলা, বিশালগড়ের শ্রী শ্রী নাম মহাযজ্ঞানুষ্ঠান ও ছিল এদিনের শোভাযাত্রার অঙ্গ।
এদিনের শোভাযাত্রা দেখতে স্বাভাবিক ভাবেই বিশালগড়ের রাজপথের দুই ধারে অগণিত জনসমাগম চোখে পরে। বিদ্যালয়ের চেয়ারম্যান ননী গোপাল দেবনাথ আমাদের প্রতিনিধি কে একান্ত সাক্ষাৎকারে জানান প্রতি বছরই এই বর্ণাঢ্য রেলির আয়োজন করেন আনন্দ মার্গ স্কুল কর্তৃপক্ষ। এবারেও তাই, তবে এবছর আরও অনেকটা নতুনত্ম তুলে ধরার চেষ্টা করা হয়েছে যা সকল দর্শকদের মন জুড়ে থাকবে।

Leave A Reply