Amit Shah moves Delhi
অগ্নিগর্ভ মণিপুরে মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলা
, নির্বাচনী প্রচার বাতিল অমিত শাহের
একদিকে নির্বাচনী প্রচারের চাপ , অন্যদিকে মণিপুরের দাঙ্গা নিয়ে দুশ্চিন্তা। মহারাষ্ট্রের আসন্ন বিধানসভা নির্বাচন কে কেন্দ্র করে প্রচার অভিযানে নেমেছেন বিজেপির তাবড় তাবড় নেতারা। একই ভাবে অমিত শাহ্ ও প্রচারাভিযানে ছিলেন। এই অবস্থায় মণিপুরের অগ্নি গর্ভ পরিস্থিতি উনাকে যেন আরও তীব্র ভাবে উত্তেজিত করে তুলেছে।
মহারাষ্ট্রের সমস্ত প্রচার কর্মসূচী বাতিল করে দিল্লী ফিরে গেলেন অমিত শাহ।
উল্লেখ্য, মণিপুরে দুই ভিন্ন গোষ্ঠীর বিবাদ কে ঘিরে ২০২২ এর শেষের দিক থেকেই উত্তাল গোটা দেশ। এই অবস্থায় কেন্দ্রীয় সরকারের নেতিবাচক ভূমিকা নেই বলেও অভিযোগ উঠেছে বহুবার। এবার আরও একবার জ্বলে উঠেছে মণিপুর। মেইতেই সম্প্রদায়ের ৬ জনের মৃত দেহ উদ্ধার কে ঘিরেই চাঞ্চল্য। জিরিবামে এদের দেহ উদ্ধার হয়েছে । আর তাতেই গোটা মণিপুর জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিক্ষুব্ধ মেইতেই গোষ্ঠী আক্রমণ চালিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং এর বাড়িতে। ভাঙ্গা হচ্ছে বিধায়ক দের বাসভবন। এই খবর পেয়েই মহারাষ্ট্রের প্রচার বাতিল করলেন গৃহ মন্ত্রী।
জানা গেছে , হামলার তীব্র তা এতটাই বেশি যে মুখ্যমন্ত্রী এন বিরেনের বাড়িতে ঢুকে পড়ার চেষ্টা ও চালিয়েছে বিক্ষভাকারীরা। অবশেষে টিয়ার গ্যাস ছাড়ার পর পরিস্থিতি কিছুটা সামলে উঠে এবং বিক্ষোভ কারীরা পালিয়ে যায়। যদিও বিক্ষোভ চলাকালীন মুখ্যমন্ত্রী বাস ভবনে ছিলেন না বলেই জানা গেছে। মুখ্যমন্ত্রী সহ একাধিক মন্ত্রী ও বিধায়কদের বাস ভবনে ও হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি সামাল দিতে গোটা ইম্ফল শহরে ছেয়ে গেছেন সেনা, অসম রাইফেলস এবং মণিপুর পুলিশের নিরাপত্তারক্ষীরা ।
এহেন পরিস্থিতিতে মহারাষ্ট্রের নির্বাচনী প্রচারে কিছুটা বদল করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার দিন ও প্রচারে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু সেই নির্বাচনী সভা বাতিল করে নাগপুর থেকেই তিনি দিল্লি ফিরে গিয়েছেন বলে সূত্রের খবর।