AMC Ward News : ভোটের প্রাক্কালে আগরতলা পুর নিগম এলাকার একের পর এক ওয়ার্ডে উন্নয়নের বাস্তব চিত্র উঠে আসতে শুরু করেছে। ৫১টি ওয়ার্ড নিয়ে গঠিত আগরতলা পুর নিগমে নির্বাচিত জনপ্রতিনিধিরা ঠিক কতটা কাজ করেছেন, তা নিয়েই প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। ৩৪ নম্বর ওয়ার্ডের পর এবার ক্যামেরার নজরে এল ১০ নম্বর ওয়ার্ডের বেহাল অবস্থা।
১০ নম্বর ওয়ার্ড এলাকায় ঘুরে দেখা যায়, দীর্ঘদিন ধরেই রাস্তার পাশে জমে রয়েছে আবর্জনার স্তূপ। নিয়মিত পরিষ্কারের কোনো চিহ্ন নেই। দুর্গন্ধে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা। বর্ষা আসন্ন হওয়ায় সংক্রমণের আশঙ্কাও ক্রমশ বাড়ছে। অথচ পুর নিগমের পক্ষ থেকে প্রতিটি ওয়ার্ডে জনসাধারণের সুবিধা ও সাফাই কাজের জন্য লক্ষ লক্ষ টাকা বরাদ্দ করা হয়।
স্থানীয়দের অভিযোগ, দায়িত্ব পাওয়ার পরও জনগণের জন্য কার্যত কোনো কাজই করেননি ১০ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর সুমা মজুমদার। এমনকি ভোটে জেতার পর তাঁকে এলাকায় দেখা যায়নি বলেই দাবি বাসিন্দাদের একাংশের। কেউ কেউ তো বলেন, কাউন্সিলর কেমন দেখতে সেটাও তারা জানেন না।
ইন্দ্রনগর কালী মন্দির সংলগ্ন জিবি প্রধান সড়ক এলাকার বাসিন্দারা ক্ষোভ উগরে দিয়ে জানান, এক সময় তথ্য সংগ্রহের নামে এলাকায় এসেছিলেন কিছু লোকজন। কিন্তু তার পর থেকে আর কোনো খোঁজ নেই। মাঝে মধ্যে অল্প করে ময়লা সরানো হলেও, তা স্থায়ী সমাধান নয়। কয়েক দিনের মধ্যেই আবার আগের মতোই আবর্জনায় ভরে যাচ্ছে এলাকা। খোলা নর্দমা, জল জমে থাকা রাস্তা এবং দীর্ঘদিন পরিষ্কার না হওয়া ডাস্টবিন এখন নিত্যদিনের সমস্যা।
স্থানীয়দের প্রশ্ন—যদি নিয়মিত তদারকি ও কাজই না হয়, তবে উন্নয়নের অর্থ কোথায় যাচ্ছে? ভোটের সময় প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তার কোনো প্রতিফলন নেই বলেই অভিযোগ।
এখন দেখার বিষয়, ভোটের আগে এই অভিযোগগুলির জবাব আদৌ মিলবে কি না, নাকি প্রতিবারের মতোই সব প্রতিশ্রুতি কেবল ভোটের মঞ্চেই সীমাবদ্ধ থাকবে।



