Akash Kar arrested
দুর্গা প্রসন্ন তথা ভিকি হত্যাকাণ্ডের তদন্তে এবার কিছুটা আশার আলো চোখে পড়ছে। মৃতের স্ত্রী বুল্টি দেব এর অভিযোগ তালিকায় যে ৭ জনের নাম ছিল তাদের কারোরই হদিশ পাওয়া যাচ্ছিলো না হত্যাকাণ্ডের দীর্ঘ ১০ দিন পরেও। অতঃপর রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীর নির্দেশ মূলে একটি স্পেসাল ইনভেস্টিগেশান টিম তৈরি করা হয় গত দুদিন আগেই। আর তাঁর ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই আসল অভিযুক্তদের মধ্যে একজন কে ধরতে পেরেছে এই টিম।
এর আগে পর্যন্ত এয়ারপোর্ট থানাবাবুরা তিন জন কে গ্রেফতার করে ছিল। যাদের কে রিমান্ডে নিয়ে ক্রমাগত জিজ্ঞাসাবাদ চালালে ও তাদের কাছ থেকে সম্পূর্ণ সহযোগিতা পাওয়া যাচ্ছে না। পুলিশ তাদের কে আদালতে পেশ করে আরও প্রায় ৮ থেকে ১০ দিনের জন্য রিমান্ডে নিয়েছে।
এদিকে গতকাল ঝাড়খণ্ড থেকে আকাশ কর কে নিয়ে আজ সকালের বিমানে আগরতলায় এসে পৌঁছেছে সিট এর সদস্যরা। প্রথমেই তাঁকে নিয়ে যাওয়া হয়েছে এদিন জিবিপি হাসপাতালে। সেখানে তাঁর মেডিক্যাল করানো হয়েছে। জানা গেছে তাঁকে এদিনই রিমান্ড চেয়ে কোর্টে পেশ করবে পুলিশ।
এদিকে পুলিশ সুত্রে এটাও খবর পাওয়া গেছে যে ৩০শে এপ্রিল দুর্গা প্রসন্ন কে শালবাগানে এই আকাশ করই তিন রাউন্ড গুলী করে পালিয়ে গিয়েছিল। যদিও এই তথ্য প্রমানিত হয়নি এখনো। তবে যেহেতু মূল অভিযুক্তদের একজন কে আটক করা হয়েছে তবে সঠিক তদন্ত মূলে এই গোটা হত্যা কাণ্ডের সাথে জড়িত মূল মাস্টার মাইন্ড দের কেও গ্রেফতার করা যাবে বলেও মনে করা হচ্ছে।
হতে পারে আগামী এক দুদিনের মধ্যেই বড় কোনো তথ্য বেড়িয়ে আসতে পারে দুর্গা প্রসন্ন হত্যাকাণ্ড কে ঘিরে। বাকি ৬ জন অভিযুক্ত এখনো পলাতক রয়েছে। রাজ্যে তাদের অস্তিত্ব নেই বলেও দাবী করেছিলেন দুর্গা প্রসন্নের পরিবার। যদি এমনটা হতো তবে কোনো না কোনো ভাবে পুলিশ তাদের নিশ্চিত ধরতে পারতো। এদিকে আকাশ করের বহিঃরাজ্য থেকে ধরা পড়ার বিষয় আরও স্পষ্ট করে দেয় যে এই খুন কাণ্ডে অভিযুক্তরা প্রত্যেকেই এই মুহূর্তে বহিঃরাজ্যে পলাতক অবস্থায় আছে।
সিট এর তদন্তকারি টিম এই নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত জারি রেখেছে। অতিসত্বর দুর্গা প্রসন্নের হত্যা কাণ্ডের রচয়িতা তাঁর সাঙ্গপাঙ্গ সমেত হাজতে ঢুকবে বলেই আশ্বস্ত করা হচ্ছে।