Accident News : বুধবার গভীর রাতে চিরাকুটিতে ঘটে গেল এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা, যাতে প্রাণ হারিয়েছেন চারজন। রাত আনুমানিক ১২টা নাগাদ কুমারঘাট থেকে দ্রুত গতিতে আসা একটি ইনোভা গাড়ি (নং: TR-02-M-0599) নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িকে।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন ভগবাননগরের বাসিন্দা ও ইনোভা গাড়ির চালক সাজাদ আলী, যিনি গাড়ির মালিকও ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন আক্তার আলী ও বনবীর শব্দকর। এছাড়া প্রাণ হারিয়েছেন টিএসআর জওয়ান মিলন দেববর্মা, যাঁর বাড়ি খোয়াই জেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুলিশের গাড়ির একটি চাকা খারাপ হয়ে যাওয়ায় টিএসআর সদস্যরা তা পাল্টানোর কাজ করছিলেন। ঠিক সেই মুহূর্তে দ্রুত গতিতে আসা ইনোভাটি প্রথমে মিলন দেববর্মাকে ধাক্কা মেরে সজোরে আছড়ে পড়ে পুলিশের গাড়ির ওপর।
আহতদের দ্রুত ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা চারজনকেই মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে, এবং স্থানীয়রা এই ঘটনার সঠিক তদন্তের দাবি তুলেছেন।
স্থানীয়দের মতে, গভীর রাতে এত দ্রুত গতিতে গাড়িটি চলছিল কেন, সে বিষয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই সন্দেহ করছেন, গাড়িটি কোনো অবৈধ কার্যকলাপের সঙ্গে জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখা উচিত।
দ্রুত গতিতে গাড়ি চালানোর ফলে দিন দিন বেড়েই চলেছে দুর্ঘটনা। এতে করে রাস্তাঘাটে চলাফেরা করা অনেকটাই রিস্ক।