খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Monday, 14 July 2025 - 05:02 PM
সোমবার, ১৪ জুলাই ২০২৫ - ০৫:০২ অপরাহ্ণ

Veeramma kali Mandir Tripura : ত্রিপুরার মেলাঘরে ভীরাম্মা কালি মন্দিরে তিনদিনব্যাপী বাৎসরিক উৎসবের সমাপ্তি, উপস্থিত ছিলেন মন্ত্রী কিশোর বর্মন

Veeramma kali Mandir Tripura
1 minute read

Veeramma kali Mandir Tripura : ত্রিপুরার দক্ষিণাঞ্চলের অন্যতম জাগ্রত তীর্থস্থান রাঙামুড়ার ভীরাম্মা কালি মন্দিরে চিরাচরিত প্রথা মেনে এবছরও আয়োজিত হলো তিনদিনব্যাপী বাৎসরিক পূজা ও যজ্ঞানুষ্ঠান। আজ শনিবার ছিল উৎসবের শেষ দিন।

উৎসব উপলক্ষে আয়োজিত বিশেষ যজ্ঞ, পূজা এবং রথযাত্রায় ভক্তদের উপচে পড়া ভিড় দেখা যায়। ভীরাম্মা কালি মা-কে সুসজ্জিত রথে করে শহর পরিক্রমায় নিয়ে যাওয়া হয়, যা এই উৎসবের প্রধান আকর্ষণ। প্রতি বছর আসার পূর্ণিমার সময় এই বাৎসরিক অনুষ্ঠান আয়োজিত হয় এবং ধীরে ধীরে এই মন্দিরের খ্যাতি গোটা ত্রিপুরা জুড়ে ছড়িয়ে পড়ছে।

আজকের দিনটিতে উপস্থিত ছিলেন নলছড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও পূজা কমিটির সেক্রেটারি কিশোর বর্মন, যিনি সদ্য রাজ্যের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। মন্দির প্রাঙ্গণে এসে তিনি মা ভীরাম্মার আশীর্বাদ গ্রহণ করেন এবং জানান, “নতুন দায়িত্ব যাতে নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করতে পারি, তার জন্য মায়ের কাছে প্রার্থনা করেছি।

তিনি আরও বলেন, “ভীরাম্মা কালি মন্দির এখন সারা ত্রিপুরা রাজ্যে একটি সুপরিচিত তীর্থস্থান। ভক্তরা এখানে তাঁদের মনস্কামনা পূরণের আশায় আসেন এবং মা তাঁদের আশীর্বাদে কৃপা করেন।”

মন্ত্রী রাজ্যবাসীকে আহ্বান জানান, যেন সবাই এই মন্দিরে এসে মা ভীরাম্মার পূজোতে অংশগ্রহণ করেন ও তাঁর আশীর্বাদ লাভ করেন।

উৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণে চলেছে প্রসাদ বিতরণ ও নানা সাংস্কৃতিক কার্যক্রম। স্থানীয় প্রশাসন ও পূজা কমিটির যৌথ তত্ত্বাবধানে শান্তিপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন হয়।

For All Latest Updates

ভিডিও