খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Tuesday, 1 July 2025 - 08:01 PM
মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ - ০৮:০১ অপরাহ্ণ

Tripura Electricity : এক মাস ধরে কারেন্ট নেই, মন্ত্রী বাবুর উপর গভীর ক্ষোভ পুষছেন মানুষ

Tripura Electricity
1 minute read

Tripura Electricity : বিদ্যুৎ নেই, পানীয় জল নেই। উন্নয়নের বড় বড় হোরডিং আর ফ্লেক্স এর ঝলকানি তে যাদের চোখ একেবারে ছানাবরা তাদের চোখে আঙ্গুল দিয়ে বাস্তবতা দেখাচ্ছেন সোনামুড়ার ফকিরদোলার এলাকাবাসী। সভ্যতার চরম পর্যায়ে এসেও জল এবং বিদ্যুৎ এর জন্যে আন্দোলন করতে হচ্ছে রাজ্যের নানা প্রান্তের মানুষ কে। কোথাও জল নেই, তো আবার কোথাও বিদ্যুৎ এর সমস্যা। কোথাও আবারো আজ অব্দি নির্মিত হয়নি একটি পাকা রাস্তা । সার্বিক ভাবে উন্নয়নের ছোঁয়া থেকে কয়েক মাইল দূর রাজ্যের প্রত্যন্ত এলাকার মানুষ। কিন্তু প্রত্যন্ত এলাকা হলেই শুধু এক কথা। নগর পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত এলাকা গুলোতে অব্দি উনয়নের জন্যে হাহাকার করতে হচ্ছে মানুষ কে।

অভিযোগ বিগত এক মাস ধরে বিদ্যুৎ নেই সোনামুড়ার ফকিরদোলা এলাকায়। এমনকি পানীয় জলের সুব্যবস্থা পর্যন্ত নেই। জল জীবন মিশন কি তবে ফেইল হয়েছে ত্রিপল ইঞ্জিন সরকার পরিচালিত রাজ্যে? এদিকে বিদ্যুৎ পরিষেবা নিয়ে তো খোদ রাজধানী আগরতলার স্থায়ী বাসিন্দারাও তিতি বিরক্ত হয়ে পড়েছে। তাহলে গ্রামাঞ্চল গুলিতে কেমন অবস্থা হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। এই বুঝি ত্রিপল ইঞ্জিনের সরকারের উন্নয়নের গতি, প্রশ্ন তুলছেন ভুক্ত ভোগীরা। অতঃপর এদিন আগুন জ্বালিয়ে সোনামুড়া-বক্সনগর সড়ক অবরোধ করে এই দীর্ঘজীবী সমস্যার সমাধান চাইলেন ফকিরদোলা এলাকার জন সাধারণ। দেখার বিষয় সংশ্লিষ্ট দপ্তরের নজর কাড়তে আদৌ এই আন্দোলন যথেষ্ট হয়ে কিনা।

For All Latest Updates

ভিডিও