Rahul Gandhi suspension notice

সাসপেন্ড করা হোক রাহুল কে, আম্বেদকর ইস্যু ভুলে শাহের নিশানায় এবার রাহুল খারগে

হিন্দিতে একটা প্রবাদ আছে। উল্টা চোর কোতওয়াল কো ডাটে। বাংলায় যাকে আমরা বলি, চুরির চুরি আবার সিনাজুরি ।
একই অবস্থা হয়েছে কিছুটা কেন্দ্র সরকারের। সম্প্রতি সংসদে আম্বেদকর কে নিয়ে কুমন্তব্য করার এবং বাবাসাহেব আম্বেদকর কে অপমানিত করার অভিযোগে গৃহ মন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ সংগঠিত করেছে জাতীয় কংগ্রেস। অমিত শাহের বিরুদ্ধে কংগ্রেস এর সর্ব ভারতীয় সভাপতি মল্লিকারজুন খারগে প্রিভিলেজ মশন এনে উনার সানপেনশানের দাবী তুলেছিলেন। এবার পিঠ বাঁচাতে এবং সর্ব সাধারণের নজর ঘুড়িয়ে সমস্ত ফোকাস বিরোধীদের দিকে ছুড়ে দিতেই এবার মাস্টার প্লান করছেন অমিত শাহ ও তার দল বিজেপি।
এবার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে এমনই ষড়যন্ত্র করছেন তারা এমনটাই অভিযোগ। রাহুলের বিরুদ্ধে ইতিমধ্যেই জারি করা হয়েছে স্বাধিকার ভঙ্গের নোটিস। রাহুলের সাসপেনশনের দাবি জানিয়ে ও তাঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস দিয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে কেন্দ্রীয় গৃহ মন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে ওই একই নোটিস পাঠায় বিরোধী শিবির ইন্ডিয়া ব্লক। এবার তারই পালটা দিয়েছে শাসক শিবির এমনটাই মনে করা হচ্ছে।
নিশিকান্ত দুবে অভিযোগ করেছেন , অমিত শাহের ভুয়ো ভিডিও শেয়ার করেছেন রাহুল। আর তাই তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের এই অভিযোগ তুলা হয়েছে। এই অপরাধ ঘোরতর অপরাধ বলে দাবী তাদের। এটা একই সঙ্গে স্বাধিকার ভঙ্গ এবং সংসদের অবমাননা বলেও অভিযোগ করা হয়েছে। তাই অবিলম্বে রাহুলকে সাসপেন্ড করার দাবী জানানো হয়েছে । রাজ্যসভায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বিরুদ্ধেও একই রকম স্বাধিকার ভঙ্গের নোটিস দেওয়া হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে।
মঙ্গলবার রাজ্যসভার সংসদীয় বৈঠকে আম্বেদকর কে নিয়ে কিছু কটু মন্তব্য করেছিলেন শাহ্। আম্বেদকর একটি ফ্যাশান হয়ে গেছে বলে উক্তি করেছিলেন তিনি। উনার সেই “ফ্যাশান” শব্দটিই বিরোধীদের বিক্ষুব্ধ হওয়ার অন্যতম কারণ। বুধবারই শাহের বিরুদ্ধে প্রিভিলেজ মোশন আনেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন। বৃহস্পতিবার শাহের বিরুদ্ধে একইভাবে প্রিভিলেজ মোশন আনেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। কিন্তু সমস্ত কিছু তাদের দিকেই ঘুড়িয়ে দিতে আর নিজের গাঁ বাঁচাতে আপ্রান চেষ্টা চালিয়ে অবশেষে ভূয়া ভিডিও প্রচারের অভিযোগ এনে রাহুল গান্ধী কে কালিমালিপ্ত করার চেষ্টা চালানো হচ্ছে বলে দাবী করছেন তারা।

Leave A Reply