Petuk Samabesh three
নেতাজী ফোরামের পেটুক সমাবেশ থ্রি, জমজমাট পাঁচ দিন কি কি থাকছে আকর্ষণীয় জানুন বিস্তারিত
শীতকাল শুরু মানেই শহরের বুকে একের পর এক জমজমাট মেলা, আড্ডা আর ভোজনের সম্ভার। আর ভোজন রসিক বাঙ্গালীর কথা মাথায় রেখেই বিগত দুই বছর যাবত রাজধানীর নেতাজী স্কুল মাঠে আয়োজিত হয়ে আসছে পেটুক সমাবেশ। এবারে ও আয়োজিত হতে যাচ্ছে এই মেলা। পেটুক সমাবেশ থ্রি র শুরু হবে আগামীকাল অর্থাৎ ২১শে ডিসেম্বর থেকে। চলবে আগামী ৫ দিন। থাকবে নানা রকমারি আহারের বাহার। আর সঙ্গে সাংস্কৃতিক সন্ধ্যা ও আনন্দও আয়োজন। আজ এই নিয়ে সাংবাদিক বৈঠক করেছেন মেলার উদ্যোক্তা নেতাজী প্লে ফোরাম সেন্টার। গত বছর ৩৫ টি স্টল নিয়ে হয়েছিল মেলার আয়োজন। এবার স্টল থাকছে ৪৩ টি। এই মেলা নিয়ে আরও বিস্তারিত জানিয়ে উদ্যোক্তারা বলেন এই মেলায় সরকারি ভাবেও তিন থেকে চার টি স্টল থাকবে। এই আয়োজনে মূলত নানা রকম মুখরোচক খাবারের সম্ভার নিয়ে বসবে স্টল গুলো। যাতে থাকবে শহরবাসীর জন্যে ভিন্ন ভিন্ন রকমারি খাওয়ার জিনিস। যা সচরাচর হয়তো আমরা বাড়ি ঘরে খেতে পাড়ি না বা সুযোগ হয়ে উঠে না। এই পেটুক সমাবেশ আগামীকাল ২১শে ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ২৫শে ডিসেম্বর পর্যন্ত। আগামী কাল এই আয়োজনের উদ্বোধনের জন্যে আমন্ত্রিত রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা সহ আরও অন্যান্য অতিথিরা। এই ৫ দিন ব্যাপি হয়ে চলা আয়োজনে সকল কে উপস্থিত থেকে মেলা প্রাঙ্গণ কে উজ্জীবিত করে তোলার জন্যে সকলের প্রতি আবেদন জানালেন উদ্যোক্তারা।