Harina bridge under construction for 17 years
১৭ বছর ধরে চলছে নির্মাণ কাজ, হরিনা চালিতাছড়া ব্রিজ সংস্কার নিয়ে হেলামির কারণ জানতে চান ভুক্ত ভুগিরা
একটি নির্মাণ কাজ চলছে দীর্ঘ ১৭ বছর ধরে। এখনো সম্পূর্ণ হয়নি কাজ। অবাক করার কথা বৈকি !
বাম আমলে শুরু হয়েছিল ত্রিপুরা রাজ্যের দক্ষিণাংশের সাতচাঁদ আরডি ব্লকের অন্তর্গত হরিনার চালিতা ছড়া এলাকার একটি ব্রিজের কাজ। যা তৎকালে তো নইই এমনকি বর্তমান কালেও অসম্পূর্ণ। দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে অর্ধ সমাপ্ত হরিণা চালিতাছড়ির এই ব্রিজ টি । ব্রিজটিকে সম্পূর্ণ করার দাবিতে তাই শুক্রবার ভোর থেকে স্থানীয় জনগণ হরিনা এলাকায় জাতীয় সড়ক অবরোধে বসে!
উল্লেখ্য সাব্রুম আগরতলা ৮ নং জাতীয় সড়কের পাশ দিয়েই বয়ে চলছে মনু নদী। আর তার উপর দিয়েই একটি ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়েছিল আজ থেকে প্রায় ১৭ বছর আগে অর্থাৎ আনুমানিক ২০০৭ সালে । কিন্তু বাম শাসনের আমলেও এই ব্রিজের কাজ শেষ হয়নি। এরপর বাম আমলের অবসানের পর আজ অব্দি রাম শাসনেরও ছয় বছর অতিক্রান্ত হয়ে গেল। কিন্তু এখনও ব্রিজের নির্মাণ কাজ শেষ হয়নি। এই ব্রিজ টি চালিতাছড়ি এলাকার কয়েক হাজার মানুষের চলাচলের একমাত্র পথ। নির্মীয়মান ব্রিজ টির পাশ দিয়ে একটি ফুটব্রিজ ও ছিল। কিন্তু সেটিও চলতি বছরের ভয়াবহ বর্ষায় বন্যার জলে ভেসে যায়। যার ফলে জীবন ঝুঁকি নিয়ে এলাকার জনগণ থেকে শুরু করে কোমলমতি ছাত্র-ছাত্রীদের পর্যন্ত অর্ধ সমাপ্ত ব্রিজ টি পার করে স্কুলে যেতে হচ্ছে। এ বিষয়ে এলাকার জনগণ দফায় দফায় জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকদের কাছে আবেদন নিবেদন করেও কোন ফল পান নি। অবশেষে আজ সকাল থেকে সাব্রুম আগরতলা ৮ নং জাতীয় সড়ক অবরোধ বসে তারা এবং আজকের এই অবরোধে বড়দের সাথে কোমলমতি ছাত্র-ছাত্রীরা ও অংশগ্রহণ করে। অবশেষে বেলা দশটা পর্যন্ত অবরোধ চলার পর প্রশাসনের হস্তক্ষেপে এবং এনবিসিসি এর ডেপুটি জেনারেল ম্যানেজার আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে ব্রিজ টির নির্মাণ কাজ শেষ করার লিখিত প্রতিশ্রুতি দিলে জাতীয় সড়ক অবরোধ প্রত্যাহার করে এলাকার জনগণ। এবার দেখার বিষয় হচ্ছে ১৭ বছর ধরে দুই রাজইতিক দল শাসন ক্ষমতায় আসার পরেও যে ব্রিজের সংস্কার নিয়ে কোনো হেলদোল দেখা যায়নি, সেটি প্রশাসনের লিখিত প্রতিশ্রুতি দ্বারা আঁখেরে পূর্ণ হবে কিনা।