Karimganj converted to SRIBHUMI
করিম এর নাম মুছে দিল আসামের বিজেপি সরকার,
নাম রাখা হল শ্রীভূমি
করিমগঞ্জ নয়, এবার থেকে আসাম রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা করিমগঞ্জের নতুন নামকরণ করা হয়েছে “শ্রীভূমি” । ব্রিটিশ যুগ থেকে যে করিমগঞ্জে হিন্দু , বাঙ্গালী , জাতি , জনজাতি সকলে মিলে মিশে একসাথে বসবার করে আসছেন, যে স্থানের সাথে জড়িয়ে আছে লক্ষাধিক মানুষের ভাবাবেগ তার নাম বদলে দেওয়া হল মুখ্যমন্ত্রীর ইশারায় ? কেন ? হঠাৎ করে এতো বছর পর কেনই বা এই বদল ?
১৮৭০ এর সময় অর্থাৎ ব্রিটিশ আমলে , তৎকালীন এক হিন্দু বাঙ্গালী মুসলিম মোঃ করিম চৌধুরী নামক একজন মিরাজদার তখনকার অবিভক্ত বাংলার সিলেটে একটা বিশাল বাজার নির্মাণ করেছিলেন। করিম চৌধুরীর নামানুসারে সেই বাজার এর নাম দেওয়া হয় করিম গঞ্জ। পরবর্তী সময় গোটা জেলার নামকরণ হয় এই করিমগঞ্জ নামেই। এর পর যখন বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রের মর্যাদা পায় তখন অবিভক্ত সিলেট এবং করিমগঞ্জ কে ভারতের অন্তর্ভুক্ত করতে অক্লান্ত প্রয়াস চালিয়েছিলেন আব্দুল মতিব মজুমদার। যিনি নিজেই ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। যার নাম হয়তো আসামের বহু মানুষ জানেন। তবে এই বর্তমান ভারতের অনেকেই উনার বিষয়ে আজো কিছুই জানেন না। উনার আবেদনে তখন রেডক্লিফ কমিশন করিমগঞ্জ কে ভারতের হাতে সোপে দেয় এবং সিলেট চলে যায় বাংলদেশের অধীনে। এই করমিগঞ্জ আসামের সাথে ত্রিপুরা ও মিজোরামের নিবিড় বন্ধন অটুট রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই করিমগঞ্জের নাম পাল্টে দিয়েছেন এবার আসামের বিজেপী সরকার তথা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গতকাল কেই উনি এই বিষয়ে জানিয়েছেন। এই নাম বদল এর পেছনে কি কারণ ? কিভাবে দেখছেন আসাম বাসী এই বদল কে ? জানার জন্যেই আমরা যোগাযোগ করলাম দক্ষিন করিমগঞ্জের কংগ্রেস দলীয় বিধায়ক সিদ্দিক আহমেদের সাথে।
কি বললেন উনি , শুনুন সেই ফোনিং বক্তব্য –
বিরোধী কংগ্রেস দলীয় বিধায়ক প্রতিক্রিয়া দিতে গিয়ে বলছেন, এই করিমগঞ্জ নাম শুধু একটা নাম নয়। বহু মানুষের ভাবাবেগ জড়িয়ে আছে এই নামের সাথে। শুধু মুসলিম নয়, অমুসলিম, হিন্দু , জাতি জনজাতি সব অংশের মানুষেরই আবেগ জড়িত এই নামের সাথে। কিন্তু এই আরএসএস পরিচালিত বিজেপি সরকার যেখানে একদিকে বারবার হিন্দু রাষ্ট্র গঠনের কথা বলছে, হিন্দু দের স্বতন্ত্র ও শক্তি বাড়িয়ে তোলার কথা বলছে তাতে করে করিমগঞ্জ নামের পেছনে ও কি ধর্ম কেই টানতে চেয়েছে এই সরকার ?
স্বাভাবিক অর্থেই প্রশ্ন উঠে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর নাকি শ্রী ভূমি নামকরণ করে গেছেন। তাহলে আগেই কেন এই নাম বদল হল না ? অন্যদিকে তিনি বলছেন করিমগঞ্জ নামের নাকি কোনো আবিধানিক অর্থ নেই । সেই অনুযায়ী তো দেশের এমন লক্ষ্য লক্ষ্য গ্রাম, জেলা, মহকুমা, রাস্তা ঘাট রয়েছে যাদের নাম বাংলা , কিংবা অন্য কোনো ভাষার অবিধানেই নেই। তবে কি এবার একে একে সব নাম বদল করা হবে ? এই কারণ গুলো কি আদৌ যুক্তি সম্মত ?
করিম গঞ্জের নামে যে করিম শব্দ টি রয়ে গেছে, যা একজন মুসলিম মিরাজদারের নাম, সেই মিরাজ দারের অবদান কতটা রয়েছে আসামের মাটিতে ? সেটা কি আদৌ জানে এই নব্য ভারত ? ধর্মের নামে রাজনীতি করে বিজেপি , এই অভিযোগ কিন্তু নতুন নয়। আসামের একটি অতি প্রাচীন এবং গুরুত্বপূর্ণ জেলা করিমগঞ্জের নাম আচমকা পাল্টে “ শ্রীভূমি “ অর্থাৎ হিন্দু ধর্মীয় দেবী লক্ষ্মীর ভূমি বলে আখ্যা দেওয়ার ফলে আবারো প্রশ্নের তীর বিজেপির দিকে । তবে কি আসলেই ধর্ম কে হাতিয়ার করেই রাজনীতির মঞ্চ সাজায় বিজেপি সরকার ? আপনাদের কাছে রইলো প্রশ্ন ।