Manipur Govt in danger
আত্মরক্ষা করতে পাল্টা আক্রমণ করতেই বাড়িতে বাঙ্কার বানিয়ে আগ্নেয়াস্ত্র মজুদ করলেন বিজেপি মন্ত্রী
জ্বলন্ত মণিপুরে জ্বলছে মন্ত্রী নেতাদের বাড়ি ঘর। বিজেপি শাসিত মণিপুরে কুকি ও মেইতেই সম্প্রদায়ের বিবাদের আগুন এবার ছড়িয়ে পড়েছে সোজাসুজি রাজনৈতিক আমলাদের বাড়িতে। আক্রমণের চেষ্টা হয়েছে খোদ মুখ্যমন্ত্রী এন বিরেন সিং এর বাড়িতে। অন্যান্য বিধায়ক মন্ত্রীদের বাড়িতে ও আক্রমণ চালিয়েছে সশস্ত্র বিক্ষুব্ধ বাহিনী।
পর্যাপ্ত পরিমাণে আরক্ষা কর্মী মোতায়েন থাকলেও নিজেদের সুরক্ষিত মনে করছেন না বিজেপি দলীয় বিধায়ক ও মন্ত্রীরা। এতটাই ভয়ানক অবস্থা মণিপুর জুড়ে।
এই অবস্থায় নিজেদের রক্ষা করতে নিজেদের কেই উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে হপবে। নিতে হবে আগাম প্রস্তুতি। হামলা করলে পাল্টা হামলা করতে হবে। এই নীতি অবলম্বন করেই এবার মণিপুরের পূর্ত দপ্তরের মন্ত্রী তথা খুরাইয়ের বিধায়ক লেইশাংথেম সুসিন্দ্রো নিজ বাড়িতে তৈরি করেছেন একটি বাঙ্কার। যাতে মজুদ করা হয়েছে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র। বিক্ষোভ কারীরা হামলা করলে উনার পক্ষ থেকেও নিরাপত্তা রক্ষীরা পাল্টা হামলা করবেন। এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। যদিও উনার দাবী উনি শান্তি চান। কিন্তু হামলা করলে প্রাণ বাঁচাতে তো উনাকেও পদক্ষেপ নিতে হবে।
উল্লেখ্য, মণিপুরে বিগত বেশ কদিন যাবত ব্যাপক উত্তাপ বিরাজমান। গত রবিবার ৬ জন মেইতেই লোকের মৃত্যু হয়েছে ও তার মধ্যে দুজন শিশু ও বয়স্কা রয়েছেন এই খবর পাওয়া মাত্রই এই বিক্ষোভ এর আগুন আরও দ্বিগুণ মাত্রায় ছড়িয়ে পরে। বিজেপি সম্পূর্ণ ভাবে ব্যর্থ হয়েছে মণিপুরের দুই গোষ্ঠীর মাঝে শান্তি সম্প্রীতি কায়েম করতে এমনটাই দাবী করেছেন তাদের শরিক দল এনপিপি ও।
এদিকে স্বরাষ্ট্র মন্ত্রী দফায় দফায় বৈঠক সারলেও ফলাফল শূন্য। কোনোমতেই পরিস্থিতি শান্ত হবার নাম নেই। এমতাবস্থায় মানুষ কে নিরাপত্তা প্রদান করার পরিবর্তে খোদ নিজের প্রাণ বাঁচানোর ভয়েই আতকে উঠেছে মণিপুর বিজেপি দলীয় মন্ত্রীরা।