Mobile phones rescue
চুরি যাওয়া ৩৫ টি Mobile উদ্ধার করলো West ps এর পুলিশ
পশ্চিম থানা ও বটতলা ফাঁড়ির যৌথ অভিযানে ৫ জন মোবাইল চোরকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে ৩৫টি চুরি যাওয়া মোবাইল উদ্ধার করা হয়েছে। পশ্চিম থানার ওসি পরিতোষ দাস জানিয়েছেন যে এই অভিযানে পুলিশ সফলভাবে মোবাইল চোর চক্রের একাংশকে ধরতে সক্ষম হয়েছে।
উল্লেখ্য, গত ১০ তারিখ রাজধানী আগরতলার জয়নগর এলাকার এ কে রোড নিয়ার ফুড অফিসের কাছ থেকে সুরজিত পালের বাড়ি থেকে একটি মোবাইল চুরি হয়। এর পর থানায় মামলা নথিভুক্ত করান ফোনের মালিক। সেই পরিপ্রেক্ষিতে মামলা হাতে নিয়ে তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে বিনয় সাহা ও নিবাস নামের দুজন কে আটক করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে আরও তিন জন মোবাইল চোর কে আটক করে পুলিশ। মোট আটক কৃত ৫ জনের কাছ থেকে তল্লাশি চালিয়ে ৩৫ টি মোবাইল উদ্ধার করা হয়। যা তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে চুরি করে বলে জানায়। এই মোবাইল গুলোর কোনো কাগজ পত্র ও তাদের কাছে ছিল না। অতঃপর ৫ জনের বিরুদ্ধেই মামলা নিয়ে বৃহস্পতিবার তাদের কে আদালতে প্রেরন করা হয়েছে।
এদিকে উদ্ধারকৃত মোবাইলগুলির প্রকৃত মালিকদের চিহ্নিত করার কাজ চলছে । এখনো পর্যন্ত ১০ জন মালিকের খোঁজ পাওয়া গেছে। বাকি গুলির মালিক এর খোঁজ চলছে এবং চোরদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বস্ত করা হয়েছে। এদিকে পুলিশ আরও জানিয়েছে যে এই ৫ জনের মধ্যে থেকে একজনের বিরুদ্ধে আগেও থানায় চুরির দায়ে মামলা হয়েছিল।
বলা বাহুল্য, রাজধানীর বুকে চোরের বাড়বাড়ন্তে এবার লাগাম টানতে জোর দার প্রয়াস চালিয়ে যাচ্ছে প্রশাসন। আর সেই প্রয়াস মুলেই এই সাফল্য। তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে আরও তথ্য বেড়িয়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।