ফ্লাই ওভার পরিণত মরণ ফাঁদে

আগরতলা : পূর্বতন বাম সরকার এর আমলে নির্মীয়মাণ রাজধানী আগরতলার উড়াল পুল তথা ফ্লাই উভার বর্তমান সরকারের আমলে সর্ব সাধারণের উদ্দেশ্যে উন্মুক্ত করে দেওয়া হয় ২০১৯ সালে। এর পর প্রায় বছর ৫ এক অতিক্রান্ত। এর মধ্যে অগণিত দুর্ঘটনা এবং মৃত্যুর সাক্ষী থেকেছে ২.২৬ কিমি দীর্ঘ এই পথ। ক্রমান্বয়েই যা বর্তমানে আগরতলার উড়াল পুল থেকে মারণ ফাঁদ বলেই বেশি জনপ্রিয় হয়ে উঠেছে সবার কাছে।
আবারো এই উড়াল পুলে দুর্ঘটনা ঘটে গেল মঙ্গলবার দুপুরে। দুপুর বেলার সময়ে রাস্তা ঘাটে সাধারণত তেমন যানজট বা ভিড় না থাকার সুযোগে যান চালকেরা বহুলাংশেই অনিয়ন্ত্রিত গতিতে যানবাহন চালিয়ে থাকেন। এমনই এক অনিয়ন্ত্রিত গতির ফলে উড়াল পুলে ছিটকে পড়লেন জনৈক এক মাঝ বয়সী ব্যক্তি।
জানা যায় , দুপুর বেলা উড়াল পুল দিয়ে উমাকান্ত স্কুল এর অভিমুখে নামার পথে একটি স্কুটি দ্রুত গতিতে আসার সময় টারনিং পয়েন্টে এসেই নিয়ন্ত্রন হারায় এবং স্কুটি চালক স্কুটি থেকে ছিটকে পরে যান এবং স্কুটিটি দূরে ছিটকে সরে যায়। উনি মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে রাস্তার এক পাশে লুটিয়ে পরে থাকেন। প্রত্যক্ষ দর্শীরা খবর দেন দমকল বাহিনী কে। সাথে সাথে ফায়ার সার্ভিস স্টেশন থেকে লোক এসে গাড়ি করে উনাকে হাসপাতালে নিয়ে যান।
উক্ত স্কুটির নম্বর TR01V7754 । প্রত্যক্ষ দর্শীদের দাবী স্কুটি চালক নেশা গ্রস্থ অবস্থায় ছিলেন তাই নিয়ন্ত্রন হাড়িয়ে দুর্ঘটনা গ্রস্থ হন।
এই অবস্থায় দুর্ঘটনার জন্যে সম্পূর্ণ ভাবে স্কুটি চালকই দায়ী । যা আবারো মনে করিয়ে দেয় , Speed thrills but speed also kills.
উড়াল পুল হোক কিংবা বাইপাস এর শূন্য সড়ক । যান বাহন চালকদের অতিব সতর্কতা অবলম্বন করা একান্ত প্রয়োজন।

Leave A Reply