সিআরপিএফ জওয়ানের বাড়িতে দুঃসাহসিক চুরি
আরক্ষা কর্মীর বারিতেই দুঃসাহসিক চুরি । দিন দুপুরে চোরেদের আস্ফালনে অতিষ্ঠ রাজ্যের মানুষ। ঘরের দরজা ভেঙ্গে সিআরপিএফ জওয়ানের বাড়িতে দুঃসাহসিক চুরি কাণ্ড সংঘটিত করলো চোরের দল । ঘটনা বিশালগড় রেল স্টেশন এলাকায়। শুক্রবার দুপুরে ঘটনার তদন্তে নামে বিশালগড় থানার পুলিশ। জানা যায় সিআরপিএফ জোওয়ান শাহ আলম উরফে হানিফ মিয়ার পরিবারের লোকজন বাড়িতে না থাকার সুযোগ কে কাজে লাগিয়ে চোরের দল বৃহস্পতিবার গভীর রাতে ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে । ঘরের ভেতরে থাকা আলমারি শোকেস ভেঙে প্রায় ১২ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৯০ হাজার টাকা নিয়ে চম্পট দেয় চোর। শুক্রবার দুপুরে পার্শ্ববর্তী বাড়ির লোকজন বাড়ির এমন অবস্থা দেখতে পেয়ে হানিফ মিয়ার পরিবারের সদস্যদের খবর দিলে তারা বাড়িতে এসে দেখতে পায় চোরের দল উনার ঘরে হানা দিয়ে সর্বস্ব নিয়ে গেছে। খবর পাঠানো হয় বিশালগড় থানায়। থানাবাবুরা এসে তদন্ত শুরু করেন।
উল্লেখ্য, দিন দিন বিশালগড় মহকুমা জুড়ে প্রতিনিয়ত চুরি কান্ড অহরহ বেড়ে যাচ্ছে। জানা যায় এই সমস্ত চুরি ঘটনার সাথে বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়ে থাকা যুবকরা উতপ্রতভাবে বর্তমানে জড়িত রয়েছে। এর থেকে স্পষ্ট যে শুধু চুরিই নয়, নেশা সেবক ও নেশা বাণিজ্যের আখড়ায় ও পরিণত হয়েছে বিশালগড় মহকুমা। বিশালগড়ের বর্তমান বিজেপি বিধায়ক সুশান্ত বাবুর নজর দারির অভাবেই নাকি নেশা কারবারিদের আস্ফালন অনেকটা বৃদ্ধি পেয়েছে। এমনটাও অভিযোগ করছেন স্থানীয় সচেতন নাগরিকেরা। যেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নেশা মুক্ত ত্রিপুরার ডাক দিয়েছেন সেখানে রাজধানী লাগোয়া বিশালগড় মহকুমাতেই এই করুন অবস্থা মেনে নেওয়ার বিষয় নয়। অন্যদিকে একই সাথে তালে তাল মিলিয়ে বাড়ছে চুরির সংখ্যা। সব মিলিয়ে করুন পরিস্থিতি বিশালগড়ে। এবার দেখার বিষয় হচ্ছে এধরণের চুরি কাণ্ড ও নেশা বাণিজ্যের লাগাম টানতে আদৌ কোনো কার্যকরী পদক্ষেপ নেন কিনা জনগণের ভোটে জয়ী বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব।