চিরাচরিত প্রথা মেনে জগন্নাথ বাড়িতে আয়োজিত অন্নকূট
সনাতনী হিন্দু আরাধ্য দেবতা শ্রী শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে প্রতিবছর আয়োজিত হয় অন্নকূট উৎসব। এবারেও রাজধানীর জগন্নাথ জিও মন্দিরে অন্নকূট এর আয়োজন করা হয়। ভক্ত বৃন্দের সমাগমে আজ সকাল থেকেই মন্দির চত্বরে উৎসবের আমেজ। মূলত গোবর্ধন পূজার দিনেই এই অন্নকূট পালন করা হয়। আজ সারা দেশের সঙ্গে রাজ্যে ও বিভিন্ন মন্দির সহ একাধিক বাড়িতে অন্নকূট উৎসব পালন করা হয়। আগরতলা শহরের ইসকন মন্দিরের পাশাপাশি জগন্নাথ বাড়িতেও পালিত হয় অন্নকূট উৎসব। জগন্নাথ মন্দিরে প্রতিবার ১০৮ প্রকার এর ভিন্ন ভিন্ন প্রকারের ভোগ ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করা হয় এদিন। এছাড়া ভক্তদের বিশাল সমাগমের কারণে প্রায় ৮ কুইন্টাল খিচুড়ি ও রান্না করা হয়। এই অন্নকূট উৎসব কেন পালন করা হয় বিস্তারিত জানালেন মন্দিরের প্রধান ।