TTAADC exam scam
TTAADC প্রশাসনের ১১০ টি পদে চাকুরী সংক্রান্ত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার ঘটনায় একের পর এক দোষীদের গ্রেফতার করতে সক্ষম হচ্ছে পুলিশ। গতকাল কেই চয়ন সাহা নামে এক ব্যক্তি কে আগরতলা থেকে গ্রেফতার করেছিল পশ্চিম থানার পুলিশ। ২৪ ঘণ্টা অতিক্রান্তের আগেই এবার বিশালগড় থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে আরও এক যুবক। জানা যায় গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কসবা এলাকা থেকে বিশালগড় থানা পুলিশের হাতে সোমবার গভীর রাতে গ্রেফতার হয়েছে অমিত দেববর্মা নামের এক ব্যক্তি। সোমবার দুপুরে অভিযুক্ত অমিত দেববর্মাকে বিশালগড় থানা পুলিশ পশ্চিম থানা পুলিশের হাতে তুলে দিয়েছে।
উল্লেখ্য, ত্রিপুরা রাজ্যের টিটিএএডিসি প্রশাসনের আওতাধীন ১১০ টি শূন্য পদ পূরণের জন্যে নিয়োগ পরীক্ষা হবার কথা ছিল চলতি মাসের ৯ তারিখ রবিবার। কিন্তু তার আগেরদিন অর্থাৎ ৮ই জুন শনিবার এই নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র উত্তর সমেত ফাঁস হয়ে যায় বলে খবর ছড়িয়ে পরে।
সাথে সাথেই গোটা রাজ্য জুড়ে নিয়োগ পরীক্ষা সংক্রান্ত এই দুর্নীতির খবর ছড়িয়ে পরে। এ বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে সামাজিক মাধ্যমে তিপ্রা মথা দলীয় সুপ্রিমো প্রদ্যুত কিশোর দেববর্মা ব্যাপক ক্ষোভ ব্যক্ত করেছেন এবং এই ঘটনার পূর্ণ তদন্তের দাবী ও জানিয়েছেন। এডিসি প্রশাসন বর্তমানে সম্পূর্ণ ভাবেই তিপ্রা মথা দ্বারা পরিচালিত। সেক্ষেত্রে এই দুর্নীতির প্রভাব রাজনৈতিক দিক থেকেও চাপে ফেলতে পারে দল কে।
সব দিক খতিয়ে দেখেই দ্রুত পদক্ষেপ নেবার নির্দেশ দেন রাজ্য সরকার ও। এদিকে TTAADC-র প্রশাসনের উদ্যোগে শনিবার রাতেই প্রশ্নপত্র ফাঁস নিয়ে সাংবাদিক সম্মেলন করেন TTAADC-র CEO সি কে জমাতিয়া। পাশাপাশি রবিবারে পরীক্ষা বাতিল বলে ঘোষণা করেন তিনি । উক্ত বিষয়ে পশ্চিম থানায় মামলা দায়ের করে TTAADC প্রশাসন। মামলা হাতে নিয়ে পশ্চিম থানার পুলিশ রবিবার সন্ধ্যায় আগরতলা এডভাইজার চৌমুহনী থেকে এক জেরক্স দোকানের মালিক চয়ন সাহাকে গ্রেপ্তার করেন। তাকে জিজ্ঞাসাবাদ করে চাকুরী সংক্রান্ত প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আরও নাম বেড়িয়ে আসে। তাদের মধ্যেই একজন কে সোমবার গভীর রাতে গোলাঘাটি কসবা এলাকা থেকে গ্রেফতার করে বিশালগড় থানার পুলিশ। অভিযুক্তের নাম অমিত দেববর্মা। তাঁকে হস্তান্তর করা হয়েছে পশ্চিম থানার পুলিশের কাছে। সোমবার দুপুরে বিশালগড় থানার ওসি রানা চ্যাটার্জি উক্ত বিষয়ে বিস্তারিত জানান সংবাদ মাধ্যম কে। তবে TTAADC প্রশাসন উক্ত বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করায় খুশি হয়েছেন শিক্ষার্থী মহল ও। এদিকে TTAADC প্রশাসন অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এদিন।