Ashish kumar Saha : কমলাসাগরে ভোট প্রচারে নামলেন ইন্ডিয়া জোট প্রার্থী আশিস কুমার সাহা
ইন্ডিয়া জোট সমর্থিত কংগ্রেস দলীয় প্রার্থী আশিস কুমার সাহা বুধবার কমলাসাগর বিধানসভার বিভিন্ন এলাকায় ভোট প্রচারে বেড় হন। উনার সঙ্গে আজকের এই রেলিতে অংশ গ্রহন করেন বিশালগড় বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা মন্ত্রী ভানুলাল সাহা, প্রদেশ কংগ্রেসের সম্পাদক জয়দীপ রায় বর্মণ, প্রদীপ রায় চৌধুরী, প্রাক্তন বাম বিধায়ক নারায়ন চৌধুরী সহ একাধিক বাম ও কংগ্রেস দলীয় নেতৃত্ব।
১৯শে এপ্রিল নির্বাচনের আগে প্রতিটি দল তাদের মনোনীত প্রার্থীদের সমর্থনে রাজ্যের দুটি আসনের অন্তর্গত সব কটি বিধানসভা এলাকায় যার যার মতো করে প্রচার চালাচ্ছে। শাসক বিজেপি শিবিরের পক্ষ থেকে একদিকে জোর কদমে প্রচার চললেও, বিরোধী কংগ্রেস শিবির এর সেই তুলনায় প্রচারে ঝড় তুলতে সক্ষম হচ্ছে না। তার একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে দলের অর্থনৈতিক সঙ্কট।
নির্বাচনে প্রাক মুহূর্তে কংগ্রেস দল সহ বেশ কিছু বিরোধী দলের অর্থনৈতিক লেনদেন এর পথ বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার। তাদের নিজস্ব তহবিল ফ্রিজ করে দেওয়া হয়েছে ট্যাক্স এর জরিমানার নামে। একাউন্ট গুলো এখনো পর্যন্ত রিলিজ না করায় জাতীয় কংগ্রেস রীতিমতো সাধারণ মানুষের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছে। অর্থনৈতিক সঙ্কটের কারণে বিরোধী শিবির স্বতঃস্ফূর্তভাবে দলীয় কার্যক্রম সম্পাদন করতে গিয়ে ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছে।
তথাপি যতটা সম্ভব তারা প্রচার চালিয়ে যাচ্ছেন। এদিনের প্রচারে বেড়িয়ে আশিস কুমার সাহা ভোটারদের প্রতি ভোট প্রার্থনা করার পাশাপাশি দেশের ১৪০ কোটি মানুষের ভবিষ্যৎ ও গনতন্ত্র রক্ষার্থে ইন্ডিয়া জোট কে বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন। ভোটে জেতার জন্যে নিজেদের শক্তিশালী করার পাশাপাশি বিরোধীদের দুর্বল করে দিয়ে যারা লড়াই করতে চাইছেন তারা আদতে অশুভ শক্তি। এমনটাই মনে করেন বিরোধী শিবির। পশ্চিম ও পূর্ব ত্রিপুরা আসনের দুই প্রার্থীর সমর্থনে ইন্ডিয়া জোট আয়োজিত সভা , রেলি তে অংশগ্রহণ করে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করে শাসক শিবিরের দীর্ঘ দিনের অত্যাচার ও অনাচারের খোলসা করতে প্রতিনিয়তই দেখা যাচ্ছে বিরোধী বাম ও কংগ্রেস যুগল কে।
যদিও ২০২৩ এর নির্বাচনে এই জোট কে একটা অংশ সমর্থন করেনি। কিন্ত আশা করা হচ্ছে যে দেশের স্বার্থে এবং একটি সুন্দর ভবিষ্যৎ দেশের নব্য প্রজন্ম কে উপহার দিতে শুভ বুদ্ধি সম্পন্ন ভোটার রা অবশ্যই আরও একবার পরিবর্তনের ডাকে সাড়া দেবেন।