খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Tuesday, 1 July 2025 - 09:48 AM
মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ - ০৯:৪৮ পূর্বাহ্ণ

Ashish kumar saha : মনোনয়ন জমা দিলেন আশিষ কুমার সাহা

Ashish kumar saha : মনোনয়ন জমা দিলেন আশিষ কুমার সাহা
1 minute read

Ashish kumar saha : মনোনয়ন জমা দিলেন আশিষ কুমার সাহা

আগরতলার রাজপথ কাপিয়ে আজ মনোনয়ন পত্র দাখিল করলেন ইন্ডিয়া জোট এর সমর্থনে কংগ্রেস মনোনীত প্রার্থী আশিস কুমার সাহা। এদিনের মিছিলে প্রদেশ কংগ্রেস ও সিপিআইএম উভয় দলের যৌথ মিছিল ছিল নজর কাড়ার মতো। দুই দলের পক্ষ থেকেই তাবড় তাবড় নেতৃত্বদের এদিন দেখা গেল ময়দানে। কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মণ, কংগ্রেস নেত্রী জারিতা লাইটফ্লাং , রাখু দাস, সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী , উপনির্বাচনের প্রার্থী রতন দাস, কৃষক নেতা পবিত্র কর সহ বহু নেতৃত্ব ও কর্মী সমর্থক দের জন জোয়ারে এদিন ভাসলো শহর আগরতলা।
রবীন্দ্র ভবনের সামনে থেকে মিছিল শুরু হয়ে গোটা শহরের রাজপথ ঘুরে সদর জেলা শাসকের নিকট মনোনয়ন জমা দেন প্রার্থী আশিস কুমার সাহা। বাম ও কংগ্রেসের আজকের এই যৌথ মিছিলের জনজমায়েত এক প্রকার জানান দিয়ে গেল রাজ্যে বিরোধীদের শক্তি আজো অক্ষুণ্ণ।
শাসক বিজেপির পক্ষ থেকে কটাক্ষের সুরে “বিরোধীরা অস্তিত্বহীন” বলার পরিপ্রেক্ষিতে আজকের এই বিশাল সংখ্যার জমায়েত স্বভাবতই এক কড়া জবাব। বিজেপি কে পরাস্ত করতে এবং দেশে গনতন্ত্র পুনঃ প্রতিষ্ঠিত করতে বিরোধীদের সম্মিলিত ইন্ডিয়া জোট মঞ্চ এর অঙ্গ হিসেবে আজকের এই মিছিলে বাম ও কংগ্রেস এর দলীয় পতাকা ও “জয় হিন্দ” এবং “লাল সেলাম” এর মিশ্র ধ্বনিতে মুখরিত ছিল রাজপথ। বিরোধী দলের এই বর্ণাঢ্য মিছিল দেখতে গোটা শহরের রাজপথের ধারে আপামর জন সাধারণের ভিড় ছিল চোখে পড়ার মতো।

Ashish kumar saha : মনোনয়ন জমা দিলেন আশিষ কুমার সাহা
দীর্ঘ ২৫ বছরের বাম জামানার অবসান ঘটিয়ে রাজ্যে বিজেপির সরকার প্রতিষ্ঠিত হবার পর থেকেই বিরোধীদের খানিকটা থেমে যেতে দেখা গেছিলো। কিন্তু লড়াই এর ময়দান থেকে চিরতরে সরে গেছেন বিরোধীরা, এমনটা ভাবলে ভুল হবে। আর সেটাই অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিলো আজকের এই মিছিল।
এদিনের মিছিল এর পর কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ জানান দেশের গনত্রন্ত্র বিপর্যস্ত , দেশের পরিস্থিতি ভালো নেই। মানুষ এর জীবন জীবিকা বিপন্ন। গনতন্ত্র ও সংবিধান নিঃশেষ হবার পথে। সার্বিক দিক থেকে ভারতের পরিস্থিতি ফেরাতে এবং দেশের মানুষের কষ্টের দিন ঘুচিয়ে সুখের দিন ফেরাতে বিজেপি মুক্ত ভারত গড়ার লক্ষ্যে ইন্ডিয়া জোট সমর্থিত প্রার্থী কে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহ্বান জানান।
মিছিল এর মধ্যে থেকে এদিনের মনোনয়ন কে কেন্দ্র করে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী বলেন আজ ইন্ডিয়া জোটের পক্ষ থেকে দেশ প্রেমিক শক্তি রূপে দেশের সংবিধান কে রক্ষা করতে , যারা দেশ কে ধ্বংস করতে উদ্যত হয়েছে তাদের কে পরাজিত করার জন্য এবং ইন্ডিয়া জোট কে শক্তিশালী করে ভারতের ভবিষ্যৎ নির্মাণে ভোটারদের এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন জিতেন্দ্র চৌধুরী।

 

For All Latest Updates

ভিডিও