22 year old girl caught with pistol
ত্রিপুরা রাজ্যে নতুন সংস্কৃতির আমদানি। দীর্ঘ এতো যুগে যা হয়নি তাই হচ্ছে বর্তমান হীরের ত্রিপুরা রাজ্যে। নেশা , পাচার, অবৈধ কারবারিদের আস্তানা তো ছিলই। এবার রাজ্যের যুবতীদের কাছ থেকে উদ্ধার হচ্ছে বিদেশী পিস্তল। আড়ালে আবডালে ত্রিপুরা রাজ্য হয়ে উঠছে সন্ত্রাসের আস্তাকুরে।
মাত্র দিন কয়েক আগেই রাজধানীর অনতিদুরত্বে একটি মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে গেছে। যার হত্যাকারীদের হদিশ এখনো মেলেনি। এছাড়া ও প্রায়শই গুলী কাণ্ডে প্রাণ নাশ এর ঘটনা ঘটে চলেছে যত্র তত্র। কোত্থেকে কিভাবে এই মারণাস্ত্র গুলোর আমদানি হচ্ছে সে বিষয়ে কি আপনারা কেউই অবগত আছেন?
সবার নজর ফাঁকি দিয়ে রাজ্যে বিভিন্ন দেশি এবং বৈদেশিক মারনাস্ত্রের চোরা ব্যবসা এবং ব্যবহার দুটোই কিন্তু চলছে। আর তাঁর প্রমাণ বহুবার পাওয়া গেছে। কিন্তু এবারের ঘটনা আপনাদের আরও স্তম্ভিত করবে।
রেল পুলিশের হাতে এবার পিস্তল সমেত ধরা পড়েছে এক জনজাতি যুবতী। যার বয়স মাত্র ২২ বছর। শুনে অবাক হচ্ছেন নিশ্চয়ই?
গতকাল রাতে আগরতলা জিআরপি থানা বাবুদের কাছে গোপন সুত্রে খবর আসে যে ধরমনগর থেকে জন শতাব্দি এক্সপ্রেসে করে দুজন আগরতলা আসছে এবং তাদের কাছে মারণাস্ত্র থাকার সম্ভাবনা রয়েছে। সেই সুত্র ধরেই আগরতলা রেল স্টেশনে উত পেতে বসে ছিল পুলিশ। অবশেষে রাত আনুমানিক ৯ তাঁর দিকে স্টেশনে সন্দেহ ভাজন দুজন জনজাতি যুবক ও যুবতী কে আটক করে তল্লাশি চালালে যুবতীর ব্যাগ থেকে উদ্ধার হয় একটি আমেরিকান অত্যাধুনিক নাইন এমএম পিস্তল, দুটি খালি ম্যাগাজিন এবং দুটি মোবাইল ফোন ও কিছু নগদ টাকা। ধৃত দুজনের নাম প্রিয়া দেববর্মা (২২) এবং করণ দেববর্মা (২৪)। তাদের দুজনের বাড়ি খোয়াই মহকুমায় বলে জানা গেছে। আগরতলা জি আর পি থানার পুলিশ অস্ত্র আইনে মামলা নিয়ে তাদের দুজনকে গ্রেফতার করেছে। শনিবার তাদেরকে ৭ দিনের পুলিশ রিমান্ডের অনুমতি চেয়ে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন ওসি তাপস দাস।
রাজ্য সরকার বার বার দাবী করেন ত্রিপুরা থেকে নেশা , অবৈধ বানিজ্য ও সন্ত্রাস কে বিনষ্ট করবেন বলে। কিন্তু ত্রিপুরার বাস্তব চিত্র তো একেবারেই অন্য কথা বলছে। যে রাজ্যের যুবতীরা মারনাস্ত্রের চোরা কারাবারের সাথে যুক্ত থাকে সেখানে আর যাই হোক সুশাসন তো হতেই পারে না। এধরণের ঘটনা নজির বিহীন এবং এর আগে এধরণের কোনো ঘটনার সাক্ষী ত্রিপুরার মানুষ রয়েছেন কিনা সেটা সন্দেহের বিষয়।