Umakanta Academy Agartala
হঠাৎ করেই উত্তপ্ত পরিস্থিতি রাজধানীর উমাকান্ত একাডেমী চত্বরে। উমাকান্ত বাংলা মিডিয়াম স্কুলে নবম ও দশম শ্রেণীর দুই ছাত্রের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের খবর চাউর হতেই আবারো সর্বত্র নিন্দার ঝড়। এর আগেও বহুবার বিবাদ এবং মারপিট সংক্রান্ত বিষয় কে কেন্দ্র করে খবরের হেড লাইনে ছিল উমাকান্ত। এবার আরও একবার একই ঘটনা। বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ দুই শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে সামান্য বিষয় কে কেন্দ্র করে বিবাদ এবং পরে তা মারপিটের আকার নেয়। অন্যদিকে স্কুলের দায়িত্ব প্রাপ্ত ইন চার্জ এর বক্তব্য বহিরাগত কিছু ছেলে নাকি স্কুলের ভেতরে ঢুকে এই ঘটনা সংঘটিত করেছে। উনার বক্তব্য মতে যে ছাত্রদের মধ্যে ঝামেলা হয়েছে তা সাধারণ। কিন্তু দেখা গেছে আহত দের কারো পা কেটে গেছে আবার কারো মাথায় গুরুতর আঘাত। যার জেরে তাদের হাসপাতালে অব্দি নিয়ে যেতে হয়েছে। এদিকে দিদিমণির কথা অনুযায়ী তাদের এমন কিছুই হয়নি। পরবর্তী সময় আরও প্রশ্নের জ্বালে আটকা পরেও দিদিমণির দায় এরাবার চেষ্টা বহাল থাকার চিত্র দেখা গেছে। অন্যদিকে তিনি দাবী করছেন বহিরাগত কিছু যুবকের সাথে নাকি ঝামেলা হয়েছে বলে শুনেছেন তিনি। স্কুটি সংক্রান্ত বিবাদ নাকি গড়িয়েছে স্কুল চত্বরে। যদিও আহত ছাত্র রা এমন কোনো ঘটনাই উল্লেখ করেনি।
দুই পক্ষের কথার কোনো মিল না পাওয়ায় স্বাভাবিক অর্থেই বিদ্যালয় কর্তৃপক্ষের দায়সারা ভাবের স্পষ্ট চিত্র প্রকাশ্যে আসছে। এদিকে আহত ছাত্রের অভিযোগ লোহার রড , ছুরি নিয়েও নাকি করা হয়েছে আক্রমণ। নবম শ্রেণীর ছাত্রের সাথে দশম শ্রেণীর এক ছাত্রের প্রথমে সামান্য ধাক্কা লাগার বিষয় কে ঘিরে বিবাদ হলে পরবর্তী সময়ে আরও দুই পক্ষের বেশ কিছু ছেলেরা বিবাদে লিপ্ত হলেই তা বড় আকার ধারন করে। ছুরি ও রড নিয়েও নাকি আক্রমণ করা হয়েছে। যদিও ছুরির হদিশ মেলেনি। পরবর্তী সময় আহতদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এদিকে ঘটনার বিষয়ে জানতে পেরে পুলিশ বাবুরা ও ছুটে আসেন স্কুল চত্বরে। খবর পেয়ে ছুটে আসেন অভিভাবকেরাও। সব মিলিয়ে আবারো মুখ পুড়ল উমাকান্ত একাডেমীর মতো একটি বনেদী বিদ্যালয়ের। আশপাশের এতো শত স্কুল থাকা সত্বেও কেন এই উমাকান্তেই এধরণের গণ্ডগোল ? উত্তর দিতে পারেন নি কর্তৃপক্ষ।