Tripura weather reportkhabare

প্রবল দাবদাহে যখন মাঠ ঘাট ফেটে চৌচির, অস্বস্তিতে ভুগছে জনজীবন তখনই সস্তির বার্তা দিল আবহাওয়া দপ্তর।
ত্রিপুরা রাজ্যের আবহাওয়া ও জলবায়ু নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে আগরতলা স্থিত মেটেরোলজিকাল বিভাগ। বিগত এক মাস যাবত প্রচণ্ড গরমে ভুগছেন রাজ্যের মানুষ। তবে সেই ভোগান্তি এবার কিছুটা কমতে পারে বলেই আভাস রয়েছে আবহাওয়া দপ্তরের।
মঙ্গলবার আবহাওয়া দপ্তরের একজন বিজ্ঞানী ডঃ পার্থ রায় আগামী ৪ থেকে ৫ দিনে ত্রিপুরার জলবায়ু নিয়ে আপডেট দিয়েছেন।
উল্লেখ থাকে এ বছর চলতি মাসের ২৯ তারিখ সর্বোচ্চ তাপমাত্রা দারায় ৩৮.৪ ডিগ্রি সেলসিয়াস। আজ ৩০শে এপ্রিল ও একই তাপমাত্রা বিরাজ করছে। তবে আগামী কাল থেকে কিছুটা বদলাতে পারে আকাশের চিত্র।
সস্তির বিষয় হচ্ছে আগামী কাল অর্থাৎ ১লা মে থেকে টানা ৩ থেকে ৪ দিন বৃষ্টিপাত হতে পারে রাজ্যের বিভিন্ন জায়গায়।

তথ্য অনুযায়ী-
আজ গোটা দিন তীব্র গরম থাকে এবং আগামী কাল সিপাহিজলা, গোমতী ও দক্ষিন ত্রিপুরা তেও একই তাপমাত্রা বজায় থাকার সম্ভাবনা রয়েছে। আজকের মতোই আগামী কাল কেও তাপমাত্রা বাড়তি থাকবে রাজ্য জুড়ে। কালকের পর থেকে তাপমাত্রা কমতে শুরু করবে।

Tripura weather report
Tripura weather report

এছাড়া জানানো হয়েছে যে আগামী কাল ১লা মে থেকে রাজ্যের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি , আগামীকাল উত্তর , ঊনকোটি ও ধলাই জেলায় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২ তারিখ পশ্চিম ত্রিপুরা জেলা , গোমতী সহ রাজ্যের একাধিক জেলায় অতি তীব্র বৃষ্টিপাতের ও সম্ভাবনা রয়েছে।
২ তারিখে সিপাহিজলা কিংবা দক্ষিন জেলায় বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা পরিলক্ষিত হয়নি। তবে ৩ তারিখে গোমতী , ধলাই ও দক্ষিন ত্রিপুরা জেলায় তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ৩ তারিখ পর্যন্ত ত্রিপুরা রাজ্যে বৃষ্টিপাত ও বজ্রবিদ্যুত সমেত বৃষ্টিপাতের আপডেট তথ্য দেওয়া হয়েছে। এর পর আগামী দিনের তথ্য গুলো দেওয়া হবে। তবে এই বৃষ্টি পাতে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছেন ডঃ পার্থ রায়। তবে বিশেষ কোনো ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা করার কারণ নেই বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত বিভিন্ন ভুয়া তথ্য সামাজিক মাধ্যমে সহসাই ভাইরাল হতে দেখা যায়। সেই সমস্ত তথ্যাদি থেকে বিরত থাকার জন্যেও নির্দেশ দিয়েছেন তিনি। আবহাওয়া ও জলবায়ু সংক্রান্ত সমস্ত তথ্য সঠিক ভাবে পেতে আইএমডি তথা ভারতের মেটেরোলজিকাল ডিপার্টমেন্টের নিজস্ব ওয়েবসাইটে নজর রাখার জন্যেও বলা হয়েছে।

Leave A Reply