Tripura JRBT group D recruitment
চার বছরের ও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেলেও ত্রিপুরা জেআরবিটি গ্রুপ ডি পদে পরীক্ষার্থীদের ফলাফল এখনো ঘোষণা করা হচ্ছেনা। রাজ্য ব্যাপি প্রায় ১২০০০ এর ও বেশি পরীক্ষার্থী গ্রুপ ডি পদের জন্যে ইন্টার্ভিউ দিয়েছিলেন বলে দাবী তাদের। এর মধ্যেই গত বছর জেআরবিটি গ্রুপ সি এর নিয়োগ সম্পন্ন হয়েছে। তাদের স্বচ্ছতার সাথে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে দেখে গ্রুপ ডি পদের প্রার্থীরা ও আশা করছিলেন যে তাদের ও খুব শীঘ্রই ফলাফল ঘোষণা করে নিয়োগ সম্পন্ন করা হবে। কিন্তু চাতক পাখীর ন্যায় তারা আজো অপেক্ষমাণ সেই ফলাফল ঘোষণা ও নিয়োগের জন্যে।
অবশেষে নিরুপায় ৫০ ঊর্ধ্ব পরীক্ষার্থী আজ আগরতলা অফিস লেন স্থিত জেআরবিটি অফিসে যান তাদের ফলাফল কবে ঘোষিত হবে সেই বিষয়ে স্পষ্টীকরণ চাইতে। কিন্তু শেষে হতাশ হয়েই ফিরতে হয়েছে তাদের।
তাদের একাংশ আজ ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেন, যখন তারা জানতে পারেন জেআরবিটি স্বচ্ছতার সাথে গ্রুপ সি এর নিয়োগ সম্পন্ন করেছে তখন তারা মনে মনে আশা করেছিলেন এবার নিশ্চয়ই তাদের কে ও নিয়োগ করা হবে। তাছাড়া বিভিন্ন সরকারি কার্যালয়ে এখনো প্রচুর শূন্য পদ রয়েছে গ্রুপ ডি তে। কেন সেই শূন্য পদ গুলো পূরণ করতে নিয়োগ করা হচ্ছে না সেই নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।
বহু পরীক্ষার্থীরা ইতিমধ্যেই ওভার এজ হয়ে যাবেন। তারা দুশ্চিন্তায় আছেন আদৌ তাদের নিয়োগ হবে কি না সেই নিয়ে। বারংবার কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে প্রশ্ন করলেও কোনো সদ উত্তর মিলছে না। রাজ্যের বিভিন্ন স্থান থেকে , দূর দুরান্ত থেকে তারা ছুটে আসছেন। গাড়ি ভাড়া খর্চা করে আগরতলায় এসে ও ফিরে যাচ্ছেন খালি হাতে। বারবার আশাহত হচ্ছেন তারা। শুধু জেআরবিটিই নয় , এর আগে ২০২১ সালের টেট পরীক্ষার্থীদের পক্ষ থেকেও একাধিকবার বিক্ষোভ করা হয়েছে মুখ্যমন্ত্রীর বাস ভবনের সামনে। কিন্তু তাতেও কাজ হল কি?
এবার এই জেআরবিটি গ্রুপ ডি পদে যারা ইন্টার্ভিউ দিয়েছেন তাদের কে ও নিয়োগ না করার ফলে একদিকে যেমন তারা হয়রানীর শিকার হচ্ছেন তেমনি আশা হারিয়ে ফেলছেন যে আদৌ তাদের কপালে চাকরি জুটবে তো?